প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৩:২৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৩:৩০ পিএম
হামাসের গাজা উপত্যকার প্রধান ইয়াহিয়া সিনওয়ার। ২০২১ সালের মে মাসে গাজায় একটি জনসভায়। ছবি : সংগৃহীত
হামাসের গাজা উপত্যকার প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজে বের করে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। শনিবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেললে তিনি এ হুমকি দেন।
ইয়োভ গ্যালান্ট বলেন, আমরা গাজা উপত্যকায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজে বের করে হত্যা করবো। যুদ্ধ শেষ হলে গাজায় আর হামাস থাকবে না। ইসরায়েলের উপর গাজা থেকে আর কোন নিরাপত্তা হুমকি থাকবে না। গাজায় যারা মাথা উচু করবে তাদের বিরুদ্ধে যে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য ইসরায়েলের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে।
এক সপ্তাহ আগে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। গাজার মধ্য ও উত্তরাঞ্চল অবরুদ্ধ উপত্যকাটির বাকি অংশ থেকে দুই দিন আগে বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছে ইসরায়েলি সেনারা। এসব অঞ্চলের হামাসের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সঙ্গে তীব্র যুদ্ধ করছে। স্থল যুদ্ধে হামাসের ৩ কমান্ডারসহ অন্তত ১৩০ জনকে হত্যা করেছে ইসরায়েল। আর নিজেরা হারিয়েছে অন্তত ২৪ সেনা।
শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএপ) জানায়, স্থলে অভিযানে তাদের নৌ, বিমান ও সেনা বাহিনী গাজার অন্তত আড়াই হাজার লক্ষ্যে আঘাত হেনেছে।
গাজা থেকে হামাসকে নির্মূল করাই ইসরায়েলের লক্ষ্য। ইসরায়েলের এবারের হামলায় হামাস রাজনৈতিক ও সামরিকভাব পঙ্গু হলেও সশস্ত্র গোষ্ঠীটাকে স্থায়ীভাবে কতটা কাবু করা যাবে তা প্রশ্ন সাপেক্ষ। অন্যদিকে ইসরায়েল যত সহজে হামাসকে গুঁড়ি দিতে পারবে বলে ধারণা করা হয়েছিল বাস্তবতা তারে চেয়ে অনেক বেশি কঠিন বলে শোনা যাচ্ছে।
সূত্র : টাইমস অব ইসরায়েল, আল-মনিটর