× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিজরি ক্যালেন্ডার থেকে সরে এলো সৌদি আরব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১১:১৮ এএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১২:৩৯ পিএম

মন্ত্রিসভার বৈঠকে মুহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত

মন্ত্রিসভার বৈঠকে মুহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত

সৌদি আরবের সব সরকারি দপ্তরে এতদিন হিজরি ক্যালেন্ডার অনুযায়ী কাজ হতো। এখন থেকে তা হবে গ্রেগরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী। তবে অন্য দশটি দেশের মতো সৌদি আরবেরও ধর্মীয় আচার-অনুষ্ঠান হবে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী। ৩১ অক্টোবর দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান (এমবিএস) মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত দেন। 

জানা যায়, এতদিন হিজরির পাশাপাশি গ্রেগরিয়ান ক্যালেন্ডার দ্বিতীয় বর্ষপঞ্জি হিসেবে ব্যবহার করে আসছিল সৌদি আরব। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি বিনিয়োগ ও পর্যটক টানতে বিভিন্ন সংস্কার কাজ হাতে নিয়েছে দেশটি । এরই অংশ হিসেবে এবার হিজরি সন বাদ দিয়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহারের সিদ্ধান্ত নিল মধ্যপ্রাচ্যের পরাশক্তি খ্যাত দেশটি।

রিয়াদের ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আইনের অধ্যাপক ড. ওসামা ঘানেম আল-ওবাইদি বলেছেন, দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য সরকারের এই পদক্ষেপ বেশ ইতিবাচক। সব ধরনের সরকারি কাজকর্মে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহারের সিদ্ধান্তটি বেশ ভালো একটি পদক্ষেপ। কারণ হলো বিশ্বের সব দেশই তাদের সব আইনকানুন, লেনদেন ও অন্যান্য কাজে এই ক্যালেন্ডার ব্যবহার করে থাকে।

সূত্র : আরব নিউজ


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা