× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লিতে বায়ুদূষণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩ ১৩:২১ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩ ১৩:২৭ পিএম

ধোঁয়াটে ভোরে রেলক্রসিং পার হচ্ছে মানুষ। ৩ নভেম্বর দিল্লিতে। ছবি : সংগৃহীত

ধোঁয়াটে ভোরে রেলক্রসিং পার হচ্ছে মানুষ। ৩ নভেম্বর দিল্লিতে। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ুদূষণ ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় শুক্র ও শনিবার রাজধানীর সব স্কুল, কলেজ ও শিল্পপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে দিল্লির কোনো কোনো স্থানের বায়ুমানের সূচক (একিউআই) ছিল প্রায় ৪৮০। ফলে প্রায় ২ কোটি মানুষের শহরটির ওই সব স্থানের একিউআই গুরুতর ক্যাটাগরিতে প্রবেশ করেছে।

একিউআই শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে স্বাস্থ্যের জন্য ভালো বলে বিবেচনা করা হয়। আর তা ৪০০-এর বেশি হলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ে। যারা অসুস্থ তাদের অবস্থা হয় গুরুতর।

নয়াদিল্লির বাসিন্দারা শুক্রবার চোখে জ্বালা-পোড়া, গলাসহ শরীরের নানা স্থানে চুলকানির অভিযোগ করেছেন। অনেকের শ্বাসকষ্ট হচ্ছে। এ অবস্থায় বায়ু নির্মলকারী ফিল্টারের চাহিদা বাড়ায় পণ্যটির সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে।

ভারতে বর্তমানে বিশ্বকাপ ক্রিকেট চলছে। বায়ুদূষণের কারণে খেলা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ু গবেষণা সংস্থা আইকিউএয়ার জানায়, ২০২২ সালে ভারতের সবচেয়ে দূষিত শহর ছিল ভিওয়াদি। এটি দেশটির উত্তরে অবস্থিত। একই সঙ্গে তা ছিল বিশ্বের তৃতীয় দূষিততম শহর। অন্যদিকে ওই বছর নয়াদিল্লি ছিল বিশ্বের চতুর্থ দূষিত শহর। প্রথম ছিল পাকিস্তানের লাহোর। দ্বিতীয় চীনের হোতান।

এদিকে বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল দশম। আইকিউএয়ারের বায়ুমান সূচকে এ সময় ঢাকার স্কোর ছিল ১৬০। বাতাসের এ মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। আগের দিন বুধবার সকাল ৯টার দিকে বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল তৃতীয়, স্কোর ছিল ১৭৮।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা