× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামাস সমর্থকদের ভিসা দেওয়া হবে না : ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ২০:২৩ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩ ২১:১১ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় এলে হামাস ও মুসলমান চরমপন্থি গোষ্ঠীগুলোর সমর্থকদের ভিসা নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ঢোকার সঙ্গে সঙ্গেই তিনি এটা কার্যকর করবেন। সোমবার (১৬ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে এক জনসভায় ট্রাম্প এ ঘোষণা দেন। 

ট্রাম্প বলেন, ’যারা হামাসকে সমর্থন করে, যারা ইসরায়েলের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেব না। ইহুদিবিদ্বেষী বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করে দেওয়া হবে।’ 

ভ্রমণ নিষেধাজ্ঞা জোরদার করার কথা জানিয়ে ট্রাম্প বলেন, ’সন্ত্রাসজর্জরিত দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’ 

ট্রাম্পের আমলে কয়েকটি মুসলিম দেশের নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। পরে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের সেই নীতি বাতিল করেন।

সোমবারের ভাষণে ট্রাম্প বলেন, ’লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেনসহ নিরাপত্তা হুমকি আছে এমন দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধ করা হবে।’

২০১৭ সালে ট্রাম্প অধিকৃত জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। অথচ জাতিসংঘসহ বিশ্বের অনেক দেশ এটার বিরোধী। বাইডেন ট্রাম্পের এ সিদ্ধান্ত বাতিল করেননি। 

অন্যদিকে আরব ও উত্তর আফ্রিকার দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রেও বিশেষ দক্ষতা দেখিয়েছে ট্রাম্প প্রশাসন। ২০২০ সালে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, যা ইব্রাহিম অ্যাকর্ডস নামে পরিচিত। পরবর্তীতে এতে মরক্কো ও সুদানও যোগ দিয়েছে। 

সৌদি আরবেরও ইব্রাহিম অ্যাকর্ডসে যোগ দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছিল। ইসরায়েল-হামাসের চলমান যুদ্ধের কারণে তা স্থবির হয়ে পড়েছে। 

সূত্র : গার্ডিয়ান, আল-মনিটর।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা