× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় নিহত ১০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১০:৩৮ এএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ১১:১৩ এএম

জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে। ছবি : সংগৃহীত

জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে। ছবি : সংগৃহীত

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। হতাহত সবাই একটি কার্গো ট্রাকে ছিলেন। তারা কিউবার নাগরিক।

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশে গুয়াতেমালা সীমান্তের মহাসড়কে একটি কার্গো ট্রাক উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে একটি শিশুও রয়েছে। কিন্তু একটি প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের সবাই নারী।

মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। চালক দ্রুতগতিতে ট্রাক চালানোর কারণে একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে।

বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা প্রায়ই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে যাওয়ার জন্য ট্রাক এবং বাস ব্যবহার করেন। এ ভ্রমণে তারা প্রায়ই অনিরাপদ, অবৈধ বা গোপনে কোনো পরিবহনের মধ্যে লুকিয়ে থাকেন, ফলে দুর্ঘটনা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়।

২০২১ সালে অভিবাসীদের বহনকারী একটি ট্রাক দক্ষিণাঞ্চলীয় শহর টাক্সটলা গুতেরেজের কাছে হাইওয়েতে উল্টে গেলে ৫৬ জন নিহত হয়েছিলেন।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা