× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ার এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইউক্রেনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৪ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৮ পিএম

রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভ। ছবি : সংগৃহীত

রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভ। ছবি : সংগৃহীত

রাশিয়ার কৃষ্ণসাগরের নৌবহরের শীর্ষ কমান্ডারসহ আরও ৩৪ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। গত সপ্তাহে ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদরদপ্তরে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলাতেই তারা প্রাণ হারান। 

ইউক্রেনের এ দাবি কোনো আন্তর্জাতিক গণমাধ্যম এখন পর্যন্ত যাচাই করতে পারেনি। তাছাড়া এ বিষয়ে রাশিয়াও এখন পর্যন্ত মন্তব্য করেনি। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) আল-জাজিরা জানায়, রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের সদরদপ্তরে গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভসহ ৩৪ জন কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার ইউক্রেনের বিশেষ বাহিনী এসব তথ্য জানিয়েছে। 

এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবাহিনীর সদর দপ্তরে অন্তত একটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানিয়েছিলেন স্থানীয় গভর্নর মিখাইল রাজভোজায়েভ। সেসময় তিনি সাধারণ মানুষকে শহরের কেন্দ্রস্থলটি এড়িয়ে চলতে অনুরোধ জানান এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে কাজ করার পাশাপাশি আশপাশের কিছু রাস্তা বন্ধ করে রাখা হয়েছে বলেও জানিয়েছিলেন।

সূত্র : আল-জাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা