× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেহরানে একযোগে ৩০টি বিস্ফোরণের নীলনকশা নস্যাতের দাবি ইরানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:০১ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৩ পিএম

পরিকল্পনায় জড়িত সন্দেহে ২৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : সংগৃহীত

পরিকল্পনায় জড়িত সন্দেহে ২৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে একযোগে ৩০টি বিস্ফোরণের নীলনকশা নস্যাৎ করে দেওয়া হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীর ব্যস্ততম বিভিন্ন স্থানে একযোগে ৩০টি বিস্ফোরণের নীলনকশা করেছিল সন্ত্রাসীরা। কিন্তু বিস্ফোরণের এই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী তেহরান, আলবোরজ ও পশ্চিম আজারবাইজান প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা বিভাগের দাবি, দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়া, অস্থিতিশীল ভাবমূর্তি তৈরি, সমাজে হতাশা ও ভয় ছড়িয়ে দিতে এ পরিকল্পনা করা হয়েছিল। গত বছরের দাঙ্গার বার্ষিকীর দিনে বিশৃঙ্খলা ও বিক্ষোভ উসকে দেওয়াই ছিল এই বিস্ফোরণ নকশার মূল উদ্দেশ্য। 

গত বছরের সেপ্টেম্বরের যথাযথভাবে হিজাব না পরার অভিযোগে মাহসা আমিনি নামের এক তরুণীকে গ্রেপ্তার করে ইরানের নৈতিকতা পুলিশ। পুলিশি হেফাজতে এই তরুণীর মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ-বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। টানা কয়েক মাসের বিক্ষোভে কয়েক শত মানুষ নিহত হয়। আহত হয় আরও কয়েক শত। গ্রেপ্তার করা হয় প্রায় ১০ হাজার। 

সূত্র : আলজাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা