× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে কয়লা খনিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩২ এএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৯ এএম

চীনের কয়লা খনিতে প্রায় সময়ই দুর্ঘটনার খবর শোনা যায়। প্রতীকী ছবি

চীনের কয়লা খনিতে প্রায় সময়ই দুর্ঘটনার খবর শোনা যায়। প্রতীকী ছবি

চীনে একটি কয়লা খনিতে আগুন লেগে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। রবিবার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝো প্রদেশের পানঝৌ শহরের একটি কয়লা খনিতে ওই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। অগুন লাগায় পানঝৌ শহরের সমস্ত কয়লা খনি এক দিনের জন্য উৎপাদন স্থগিত করেছে।

জানা গেছে, রবিবার সকালে সানজিয়াওশু কয়লা খনিতে আগুনের সূত্রপাত হয়। রবিবার রাতে নিজেদের ওয়েবসাইটে এসব তথ্য জানিয়েছে সানজিয়াওশু কয়লা কর্তৃপক্ষ।

সাংহাইভিত্তিক কমোডিটিস কনসালট্যান্সি মিস্টিলের তথ্যমতে, এ অঞ্চলটির প্রতি বছর প্রায় ৫২ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন উৎপাদন ক্ষমতা রয়েছে; যার বেশিরভাগই কোকিং কয়লা।

দুর্ঘটনার পর পাঞ্জিয়াং কয়লা নামেও পরিচিত রাষ্ট্রীয় মালিকানাধীন এ কোম্পানি তার সমস্ত খনিতে নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়াদি পরিদর্শনের নির্দেশ দিয়েছে এবং নিরাপদ উৎপাদন নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিয়েছে।

গত আগস্টে চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছিলেন। সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের সময় খনিতে প্রায় ৯০ জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে অন্তত নয়জন ভেতরে আটকা পড়েন।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা