প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৫ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৯ পিএম
পশ্চিম তীরের উত্তরাঞ্চলের তুলকারেম শহরের নুর শামস শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি সেনাদের গুড়িয়ে দেওয়া একটি ভবন। ২৪ সেপ্টেম্বর তোলা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার অধিকৃত পশ্চিমতীরের উত্তরাঞ্চলের তুলকারেম শহরের একটি শরণার্থী শিবিরে তারা নিহত হন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের একজনের নাম আসিদ আবু আলী। তার বয়স আনুমানিক ২১ বছর। দ্বিতীয় ব্যক্তির নাম আব্দুল রহমান আবু দাগাশ। তার বয়স ৩২ বছর।
জানা গেছে, তুলকারেম শহরের নুর শামস শরণার্থী ক্যাম্পে রবিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে অভিযান শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি তরুণরা তাদের বাধা দিতে চেষ্টা করে। জবাবে তাদের দিকে গুলি ছোড়ে ইসরায়েলের সেনারা। এতে ওই দুই ফিলিস্তিনি নিহত হয়।
পশ্চিম তীরে ২০২২ সাল থেকে সামরিক অভিযান বাড়িয়েছে ইসরায়েল। চলতি বছর ইসরায়েলি অভিযানে ২০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিদের হামলায় নিহত হয়েছে ইসরায়েলের ৩৫ নাগরিক।
সূত্র : আল-জাজিরা