প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৯ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১১ পিএম
বুধবার লোকসভার একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ও রাজ্যের বিধানসভায় নারীদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ করে একটি বিল পাস করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) লোকসভায় এটি পাস হয়।
লোকসভার মোট ৪৫৪ জন আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন মাত্র দুই আইনপ্রণেতা। লোকসভায় পাসের পর বিলটির বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাজ্যসভায় উত্থাপিত হওয়ার কথা রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তা পাস হয়নি। সেখানে পাস হয়ে গেলে পরে দেশটির রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে বিলটি আইনে পরিণত হবে।
ইতোঃপূর্বে ১৯৯৬ সালে লোকসভায় প্রথমবারের মতো পার্লামেন্টে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে প্রস্তাব উত্থাপিত হয়। বিগত ২৭ বছরে মোট ৬ বার বিলটি লোকসভায় উত্থাপন করা হলেও আইনপ্রণেতাদের মতানৈক্যের কারণে বিলটি আইনে পরিণত হতে পারেনি। নতুন বিলটি আইনে পরিণত হলে ভারতের রাজনীতিতে নারীর অংশগ্রহণ আরও বাড়বে বলে মনে করছেন দেশটির আইনপ্রণেতারা।
লোকসভার স্পিকার ওম বিড়লা বিলটি পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘প্রস্তাবটি হাউসে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাস হয়েছে।’ এই বিল অনুসারে, ভারতের লোকসভা এবং রাজ্যগুলোর বিধানসভায় নারীদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ করা হবে।
ভারতের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। কিন্তু লোকসভায় মাত্র ১৫ শতাংশ এবং রাজ্য বিধানসভাগুলোয় মাত্র ১০ শতাংশ আসনে নারী আইনপ্রণেতা আছেন। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। কিন্তু নারী আইনপ্রণেতাদের অংশগ্রহণের নিরিখে দেশটি অনেক পিছিয়ে।
সূত্র : স্ক্রলডটইন, এনডিটিভি