× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ করল পোল্যান্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৯ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১০ পিএম

পোল্যান্ডের প্রধানমন্ত্রী  মাতেউস মোরাউইকি (ডানে), ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ৫ এপ্রিল পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে। ছবি : সংগৃহীত

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি (ডানে), ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ৫ এপ্রিল পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে। ছবি : সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে চলমান প্রতিরোধ যুদ্ধে অন্যতম বড় সমর্থক ও প্রতিবেশী দেশ পোল্যান্ড ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে। বুধবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি এ ঘোষণা দেন।

মোরাউইকি বলেন, ‘ইউক্রেনকে আমরা আর অস্ত্র দিচ্ছি না। এখন আমাদের নিজেদের নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানোর সময় হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক সামরিক সরঞ্জাম দিতে হবে। এসব দিকেই আমাদের মনোযোগ থাকবে।’

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনের ভাষণে জেলেনস্কির ভাষণের পরপরই এমন ঘোষণা দিল পোল্যান্ড। ভাষণে জেলেনস্কি পোল্যান্ডসহ ইউক্রেনের শস্য আমদানি নিষিদ্ধকারী দেশগুলোকে খোঁচা দেন।

জেলেনস্কি বলেন, ইউরোপের কিছু দেশ রাজনৈতিকভাবে আমাদের সমর্থন দিচ্ছে। কিন্তু শস্য আমদানি নিয়ে তামাশা করছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের গম রপ্তানি উল্লেখযোগ্য হারে কমে যায়। এর পর থেকে ইউক্রেনের গম ও অন্য শস্যে সয়লাব হয়ে যায় মধ্য ও পশ্চিম ইউরোপের বাজার। পণ্যগুলোর দাম হু হু করে কমতে থাকে। এ অবস্থায় নিজেদের কৃষককে বাঁচাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ ইউক্রেন থেকে শস্য আমদানি নিষিদ্ধ করে।

দেশগুলো হলো বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া ও স্লোভাকিয়া। গত সপ্তাহে এ রপ্তানি নিষেধাজ্ঞা শেষ হয়। বুলগেরিয়া ও রোমানিয়া বাদে বাকি তিন দেশ নিষেধাজ্ঞা বাড়ানোর ঘোষণা দিয়েছে। কিন্তু কিয়েভের দাবি, কোনো একক দেশ ইউক্রেনের শস্য আমদানি নিষিদ্ধ করতে পারে না। এটা অন্যায়।

সূত্র : আরটি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা