প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৬ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৭ পিএম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ১৯ সেপ্টেম্বর ৭৮তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ভাষণে ফের কাশ্মির ইস্যুটি উত্থাপন করেছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এরদোয়ান ভাষণে বলেন, ‘কাশ্মিরে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বে বড় ধরনের অগ্রগতি সম্ভব হবে। এটি সম্ভব হলে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ প্রশস্ত হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে এটি করতে হবে।’
এরদোয়ান প্রতিশ্রুতি দেন, একজন তুর্কি হিসেবে আমরা জাতিসংঘে কাশ্মির ইস্যুতে গৃহীত পদক্ষেপগুলোকে সমর্থন করব।
নয়াদিল্লিতে চলতি মাসের শুরুতে সমাপ্ত জি-২০ সম্মেলনের এক পার্শ্ব-অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন এরদোয়ান। সে সময় তারা বাণিজ্য ও অবকাঠামো সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেছিলেন। এর কয়েক সপ্তাহ পরেই তিনি ভারতের জন্য স্পর্শকাতর কাশ্মির নিয়ে মন্তব্য করলেন।
এরদোয়ান বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভূমিকা পালন করা ভারতের একটি গর্বের বিষয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে পাঁচটি স্থায়ী ও ১৫টি অস্থায়ী সদস্য করার পক্ষে আমিও একমত। তবে পৃথিবী এই পাঁচ দেশের মধ্যে সীমাবদ্ধ না। পৃথিবী এরচেয়েও অনেক বড়।’
কয়েক বছর ধরে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে আরও কয়েকবার বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণে কাশ্মির ইস্যুটির উল্লেখ করেছেন এরদোয়ান।
গত বছরও এরদোয়ান এখানে উচ্চস্তরের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় কাশ্মির ইস্যুটি উত্থাপন করেছিলেন।
২০২০ সালে এরদোয়ান সাধারণ বিতর্কে যখন জম্মু ও কাশ্মিরের কথা উল্লেখ করেছিলেন, তখন তা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত।
সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া