প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২০ পিএম
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (বাঁয়ে) ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৯ সালের জুনে মস্কোয়। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও তার অনুসারী পশ্চিমা দেশগুলোর টানা চাপ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক গভীর করছে চীন। এ জন্য রাশিয়ার সঙ্গে স্থল যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বেইজিং।
রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী বর্তমানে চীন সফরে রয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) তিনি বেইজিংয়ে চীনা বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে ‘গভীরভাবে’ আলোচনা করেছেন।
রাশিয়ার এই মন্ত্রীর সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মস্কো সফর করছেন এবং সেখানে রুশ কর্তৃপক্ষের সঙ্গে কৌশলগত আলোচনার পাশাপাশি আগামী মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফরের মঞ্চও প্রস্তুত করছেন তিনি।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ মন্ত্রীর সঙ্গে মঙ্গলবারের আলোচনায় চীন-রাশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা দুই রাষ্ট্রপ্রধানের ‘কৌশলগত দিকনির্দেশনার’ অধীনে গভীরতর এবং আরও ‘দৃঢ়’ হয়ে উঠেছে বলে উল্লেখ করেছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।
ইউক্রেনের সাথে যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার অধীনে থাকা রাশিয়া তার অর্থনৈতিক সহায়তার জন্য ঘনিষ্ঠ মিত্র বেইজিংয়ের দিকে ঝুঁকেছে এবং একইসঙ্গে তেল ও গ্যাসের পাশাপাশি শস্যের চীনা চাহিদাও পূরণ করছে মস্কো।
চলতি বছরের আগস্টে চীনে রাশিয়ার পণ্যের আমদানি ১ হাজার ১০৫ কোটি ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের আগস্টের তুলনায় ৩ শতাংশ বেশি।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর পশ্চিমের চাপ উপেক্ষা করে বাণিজ্য সম্পর্ক বহুগুণ বাড়িয়েছে মস্কো-বেইজিং।
হামলার কিছু দিন আগে বেইজিং সফরে করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। গত মার্চে বেইজিং সফর করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী মাস তথা অক্টোবরে পুতিন বেইজিং সফর করবে বলে ঘোষণা এসেছে।
সূত্র : রয়টার্স, আরটি