প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৫ পিএম
নতুন আইন পাস হলে কর্নাটকে ২১ বছরের কম বয়সিরা সিগারেট কিনতে পারবে না। প্রতীকী ছবি
ভারতের কর্নাটকে ২১ বছরের কম বয়সি ব্যক্তিদের সিগারেট কেনা নিষিদ্ধ হচ্ছে। একই সঙ্গে রাজ্যটিতে হুক্কা বারও নিষিদ্ধ করা হচ্ছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও এবং ক্রীড়া ও যুব পরিষেবা মন্ত্রী বি নগেন্দ্র যৌথ ভাবে এমনই ঘোষণা দিয়েছেন।
কর্নাটকে আগে সিগারেট ও অন্য তামাকজাত পণ্য কেনার সর্বনিম্ন বৈধ বয়স ছিল ১৮ বছর। মঙ্গলবার অনেক দিনের পুরোনো সেই আইন বদলানোর ঘোষণা এলো।
জানা গেছে, নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য রাজ্যের সিগারেট ও অন্য তামাকজাত দ্রব্য আইন শিগগির সংশোধন করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘মন্দির ও স্কুল ছাড়াও হাসপাতালের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা হবে। যুবকরা হুক্কা বারের প্রতি ভীষণ ভাবে আকৃষ্ট হচ্ছে। এই প্রবণতা তাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভাল নয়। তরুণ-তরুণীদের স্বাস্থ্যের কথা ভেবেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন আইন পাস হলে ২১ বছরের কম বয়সিরা সিগারেট কিনতে পারবে না।’
সূত্র : লাইভমিন্ট