× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের উদ্বেগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৬ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫১ পিএম

ইউরোপীয় পার্লামেন্টের লোগো। ছবি : সংগৃহীত

ইউরোপীয় পার্লামেন্টের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক যৌথ প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। প্রস্তাবে ২০২৪ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার আহ্বান জানানো হয়েছে। সাধারণ নাগরিক, এনজিও, মানবাধিকারকর্মী ও ধর্মীয় সংখ্যালঘুদের কাজের নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরির ওপরও জোর দেওয়া হয়েছে। 

স্থানীয় সময় বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে প্রস্তাবটি নিয়ে ডানপন্থি, মধ্যপন্থি ও বামপন্থি ঘরনার ছয়টি দল ও গ্রুপ পার্লামেন্ট বিতর্কে অংশ নেয়। প্রস্তাবটির শিরোনাম ছিল ‘জয়েন্ট মোশন ফর আ রেজুলেশন অন দ্য হিউম্যান রাইটস সিসুয়েশন ইন বাংলাদেশ, নোটয়েবলি দ্য কেস অব অধিকার’। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। 

প্রস্তাবে বলা হয়, বাংলাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগের ঘটনা বেশ উদ্বেগজনক। বাংলাদেশকে ২০২৪ সালের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। 

যৌথ প্রস্তাবটিতে বলা হয়, বিচারবহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম, মতপ্রকাশের স্বাধীনতা ও শ্রমিকদের অধিকার খর্ব করাসহ বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে।

প্রস্তাবটির শিরোনামেই বাংলাদেশের মানবাধিকার বিষয়ক এনজিও ‘অধিকারের’ বিরুদ্ধে চলমান মামলার প্রসঙ্গ টানা হয়েছে। এনজিওটির প্রতিনিধিদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অতিদ্রুত প্রত্যাহার এবং তাদের নিবন্ধন পুনরায় চালু করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। 

‘গুমের’ অভিযোগ তদন্তে একটি বিশেষ ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতিসংঘকে সার্বিক সহযোগিতা করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করা হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবটিতে। তা ছাড়া প্রস্তাবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আদালতের শুনানিতে অংশগ্রহণের অনুমতি দিতে অনুরোধ করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে বলা হয়েছে। 

সূত্র : ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইট


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা