× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মরক্কোয় ভূমিকম্প

খালি হাতে চলছে উদ্ধার কাজ, যোগ দিলেন বিদেশিরাও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৩ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৬ পিএম

মরক্কোর পথে কাতারের উদ্ধারকারী দল। ছবি : সংগৃহীত

মরক্কোর পথে কাতারের উদ্ধারকারী দল। ছবি : সংগৃহীত

মরক্কোর স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প তিনদিন পার হতে চলেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত অন্তত ২ হাজার ১২২ জন নিহত এবং ২ হাজার ৪২১ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

স্থানীয় দমকল বাহিনী, সাধারণ নাগরিকদের পাশাপাশি বিদেশি উদ্ধারকারী দলও উদ্ধারকাজে অংশ নিতে শুরু করেছে। স্থানীরা মোটাদাগে খালি হাতে উদ্ধার কাজ চালাচ্ছেন। সোমবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মরক্কো সরকার। 

অন্যদিকে সোমবার থেকে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় বিদেশি ত্রাণ পৌঁছাতে শুরু করেছে। ইতোমধ্যে যুক্তরাজ্য, স্পেন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সহায়তা পৌঁছে গেছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) মরক্কোর স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে পর্যটন শহর মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। উত্তর আফ্রিকার দেশটিতে এযাবৎকালে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। ভূমিকম্পে অ্যাটলাস মাউন্টেন অঞ্চলের কিছু পাহাড়ি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে।

১৯৬০ সালে মরক্কোয় আগাদিরে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ভূমিকম্পে ১২ থেকে ১৫ হাজার মানুষ নিহত এবং আরও প্রায় ১২ হাজার আহত হয়েছিল। গৃহহীন হয়েছিল ১৫ হাজারের বেশি। 

সূত্র : আলজাজিরা, গার্ডিয়ান



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা