× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনাকে কলকাতায় আমন্ত্রণ জানালেন মমতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৫ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২০:২০ পিএম

শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতায় ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জি-২০ সম্মেলনে শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেখ হাসিনা ও মমতার মধ্যে এক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানেই তিন এ আমন্ত্রণ জানান।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মন্ডপমে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে নৈশভোজের আয়োজন করেন। ওই নৈশভোজে যাওয়ার জন্য সংসদ ভবন থেকে বাসে প্রগতি ময়দানে নিয়ে যাওয়া হয় সবাইকে। ওই বাসে মমতা বন্দ্যোপাধ্যায়, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুরসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। 

অপরদিকে ভারত মন্ডপমের নৈশভোজে পৌঁছতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে অপরের সঙ্গে দেখা হওয়ার পর কুশল বিনিময় করেন তারা। আর তখনোই শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌সময় পেলে একবার কলকাতায় আসুন। অনেক কথা হবে।’ জবাবে শেখ হাসিনা বলেন, ‘‌আপনিও একবার ঢাকায় আসুন। খুব ভালো লাগবে।’‌

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা