× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মরক্কোর ভূমিকম্প-পরবর্তী কিছু দৃশ্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪২ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৪ পিএম

মারাকেশের পুরোনো শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে এক নারীর আহাজারি। ছবি : সংগৃহীত

মারাকেশের পুরোনো শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে এক নারীর আহাজারি। ছবি : সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে ৬০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে প্রাণহানি ছাড়িয়েছে দুই হাজার। আহত হয়েছে আরও অন্তত দুই হাজার । আহতের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় মরক্কোয় আঘান হানা ভূমিকম্পটি ৬ দশমিক ৮ মাত্রার। তবে মরক্কোর ভূতাত্ত্বিক সেন্টার জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল মরক্কোর আল-হাউজ প্রদেশের অ্যাটলাস পর্বতমালার ওকাইমেদেনের স্কাই রিসোর্টের কাছে ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। অঞ্চলটি মরক্কোর প্রাচীন শহর ও পর্যটনকেন্দ্র মারাকেশ থেকে ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। উৎপত্তিস্থল থেকে মরক্কোর রাজধানী রাবাতের দূরত্ব প্রায় ৩৫০ কিলোমিটার। সেখানেও কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া পাশের শহর কাসাব্লাঙ্কা ও এসাউইরাতে একই রকম কম্পন অনুভূত হয়।

দেশটির ইতিহাসের ছয় দশকের এই ভয়াবহ ভূমিকম্পে নজিরবিহীন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। চলুন আমরা এই ধ্বংসযজ্ঞের কিছু চিত্র দেখে আসি। 

মারাকেচের কাছে মৌলে ইব্রাহিম গ্রামে ভূমিকম্পের পর দাঁড়িয়ে আছে মসজিদের মিনার। ছবি : সংগৃহীত



আল-হাউজ প্রদেশের প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে মারাকেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাড়িঘর । ছবি : সংগৃহীত 


মারাকেশের ওউরগানে গ্রামে ভূমিকম্পে নিহত ব্যক্তিকে দাফন করার জন্য কবর খনন করছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত 


ধ্বংসস্তূপের ওপর দিয়ে হাঁটছেন দুই সন্তান নিয়ে এক ব্যক্তি। ছবি : সংগৃহীত 


আল-হাউজ প্রদেশের মৌলে ইব্রাহিম গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির ভেতরে হাসনার পাঁচ বছর বয়সি ছেলে মোহাম্মদ জাদকে চুম্বন করছে। ছবি : সংগৃহীত 


দেশটির উত্তর-পূর্বে দরিদ্র গ্রামীণ সম্প্রদায়ের লোকেরা মাটির ইট ও সিন্ডার ব্লকের তৈরি বাড়িতে বসবাস করে। সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত 

সূত্র : আলজাজিরা




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা