× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লিতে জি-২০ সম্মেলন

খালি পায়ে গান্ধী মেমোরিয়ালে বিশ্বনেতারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৯ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৭ পিএম

বিদেশি অতিথিদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০ সেপ্টেম্বর দিল্লিতে গান্ধী মেমোরিয়ালে। ছবি : সংগৃহীত

বিদেশি অতিথিদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০ সেপ্টেম্বর দিল্লিতে গান্ধী মেমোরিয়ালে। ছবি : সংগৃহীত

ভারতের জি-২০ সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্বনেতারা রবিবার (১০ সেপ্টেম্বর) দিল্লির গান্ধী মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করেছেন। দু-একজন ছাড়া অধিকাংশ বিশ্বনেতা খালি পায়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে শ্রদ্ধা জানান।

রবিবার জি-২০ সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন সকালে মূল অনুষ্ঠান শুরুর আগে দিল্লির রাজ ঘাট মেমোরিয়াল কমপ্লেক্স বা গান্ধী মেমোরিয়ালে যান বিশ্বনেতারা। তারা সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের স্বাগত জানান।

গান্ধী মেমোরিয়ালে গুজরাটের গান্ধীর সবরমতি আশ্রমের একটা বড় ছবি ঝোলানো হয়। সেই ছবির সামনে বিদেশি অতিথিদের গায়ে একটা করে উত্তরীয় পরিয়ে দেন মোদি। পরে গান্ধীর আবক্ষমূর্তির পাশে জ্বলন্ত শিখার বেদিতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারা সেখানে এক মিনিট নীরবতা পালন করেন।  

অতিথিদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন খালি পায়ে গান্ধী মেমোরিয়াল ঘুরে দেখতে রাজি হননি। তিনি সু-জুতা খুলে চটি জুতা পরেন।

তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁসহ প্রায় সব অতিথি ভারতের রীতি অনুযায়ী খালি পায়েই গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

ভারত স্বাধীন হওয়ার পরের বছর ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি এক আততায়ীর গুলিতে নিহত হন মহাত্মা গান্ধী। পরের দিন দিল্লির রাজ ঘাটে গান্ধী শেষকৃত্য সম্পন্ন হয়। 

সমালোচকদের অভিযোগ, জি-২০ সম্মেলনকে নিজেদের ভাবমূর্তি বাড়াতে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এটাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি ঘরোয়া রাজনীতিতেও প্রভাব বাড়াতে চাইছে বিজেপি। এ কারণে গান্ধীর আদর্শ ও নীতির সঙ্গে কোনো ধরনের মিল না থাকা সত্ত্বেও বিদেশি অতিথিদের রাজ ঘাট মেমোরিয়াল কমপ্লেক্সে নিয়ে গেছে বিজেপি সরকার। 

সূত্র : এএফপি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা