× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন উন্মোচন করল উত্তর কোরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৪ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১২ পিএম

উত্তর কোরিয়ার হিরো কিম কুন ওকে নামে নতুন পারমাণবিক অস্ত্রে সজ্জিত সাবমেরিন। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার হিরো কিম কুন ওকে নামে নতুন পারমাণবিক অস্ত্রে সজ্জিত সাবমেরিন। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার সামরিক বাহিনী পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম একটি নতুন কৌশলগত সাবমেরিন উন্মোচন করেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) ‘হিরো কিম কুন ওকে’ নামের নতুন সাবমেরিনটি এক সামরিক অনুষ্ঠানে উদ্বোধন করেছেন দেশটির নেতা কিম জং উন।  শুক্রবার (৮ সেপ্টেম্বর) এই খবর প্রকাশ করা হয়েছে। 

কিম জং উন বলেন, পারমাণবিক অস্ত্রে সজ্জিত সাবমেরিনটির ফলে আমাদের নৌবাহিনী আরও শক্তিশালী হলো। আমাদের সার্বিক পরমাণু কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। মোতায়েন করা হলে সাবমেরিনটি হবে ডিপিআরকে নৌবাহিনীর একটি মূল আন্ডারওয়াটার আক্রমণাত্মক অস্ত্র।

সাবমেরিন প্রকল্পের সঙ্গে জড়িত বিজ্ঞানী, গবেষক ও শিল্প কর্মীদের অভিনন্দন জানান কিম জং উন।  

এই সাবমেরিন থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অল্প দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এমনকি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ছোড়া যাবে। উত্তর কোরিয়া থেকে জাপানের মধ্যবর্তী এলাকায় এই সাবমেরিনটি নৌবাহিনীর মহড়ায় এই সাবমেরিনটি অংশ নেবে বলে উল্লেখ করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার এক প্রতিবেদনে। 

উত্তর কোরিয়ার হাতে অন্য সাবমেরিনও আছে। সেই সব সাবমেরিন থেকে কিছুদিন আগে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে নতুন সাবমেরিনটি আগের চেয়েও উন্নত বলে জানিয়েছে উত্তর কোরিয়ার প্রশাসন। 

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা ক্রমাগতভাবে বেড়েছে। চলমান উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র। 

সূত্র : আরটি



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা