× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়াগনারকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে চায় যুক্তরাজ্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২১ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৮ পিএম

ওয়াগনারকে নিষেধাজ্ঞা দিয়ে একটি আদেশ জারি করা হবে যা ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে পারে। ছবি : সংগৃহীত

ওয়াগনারকে নিষেধাজ্ঞা দিয়ে একটি আদেশ জারি করা হবে যা ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে পারে। ছবি : সংগৃহীত

রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে প্রস্তুত হয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি এই গ্রুপের সদস্য হওয়া বা সমর্থন করাকেও অবৈধ হিসেবে গণ্য করা হবে। বুধবার (৬ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের সরকার এসব তথ্য জানায়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, একটি খসড়া আদেশ যুক্তরাজ্যের পার্লামেন্টে পেশ করা হয়েছে। ফলে ওয়াগনারের সম্পদকে সন্ত্রাসী সম্পত্তি হিসেবে শ্রেণিবদ্ধ করা ও বাজেয়াপ্ত করার অনুমতি দেবে দেশটির সরকার।

রয়টার্স জানায়, ওয়াগনারকে নিষেধাজ্ঞা দিয়ে একটি আদেশ জারি করা হবে যা ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে পারে। এটি কার্যকর হলে ওয়াগনারের কার্যক্রমকে ফৌজদারি অপরাধ হিসেবে ধরা হবে। এই গ্রুপের সাথে যদি কেউ যুক্ত হয় বা এর প্রচার করে ও জনসমক্ষে এর লোগো বহন করে তবে ওই ব্যাক্তির ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে।

ওয়াগনার বর্তমানে উত্তর ও পশ্চিম আফ্রিকা ও সিরিয়ার বেশ কয়েকটি দেশে কাজ করেছে বলে জানা গেছে। এই সংগঠনটি রাশিয়ার কারাগার থেকে কয়েক হাজার কয়েদিকে মুক্ত করে ইউক্রেনে যুদ্ধ করার জন্য নিয়োগ দেয়। পাশাপাশি সেখানে রাশিয়ার শীতকালীন হামলার জন্যও একটি প্রধান হামলাকারী বাহিনী পাঠায় তারা।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা