× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডায়ানার কোলে হ্যারি আসায় হতাশ ছিলেন চার্লস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৩ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০২ পিএম

মা ডায়ানা ও বাবা চার্লসের সঙ্গে প্রিন্স হ্যারি (মায়ের পাশে) এবং উইলিয়াম। ছবি: সংগৃহীত

মা ডায়ানা ও বাবা চার্লসের সঙ্গে প্রিন্স হ্যারি (মায়ের পাশে) এবং উইলিয়াম। ছবি: সংগৃহীত

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর কেটে গেছে আড়াই দশকের বেশি সময়। তবে আজও তাকে নিয়ে বিশ্ববাসীর কৌতূহলের যেন শেষ নেই। তাকে ঘিরে এখনও বের হয় চাঞ্চল্যকর সব তথ্য। ব্রিটিশ রাজা চার্লসের প্রয়াত স্ত্রী ও যুবরাজ উইলিয়ামের মা ডায়ানা। তার জীবদ্দশায় সিংহাসনে ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। তখন ডায়ানাকে ঘিরে রাজপরিবারে বয়ে যায় বিপর্যয়কর ঝড়। ছোট ছোট বিরোধ ও মতপার্থক্য, এমনকি চাওয়া-পাওয়া নিয়েও সমস্যা হতো রাজপরিবারে। তেমন একটি ঘটনা প্রিন্স হ্যারির জন্ম। 

তৎকালীন যুবরাজ চার্লস ও ডায়ানার প্রথম সন্তান উইলিয়াম। প্রথম সন্তান ছেলে হোক, সেটিই চেয়েছিলেন চার্লস। তবে তার চাওয়া ছিল দ্বিতীয় সন্তান হোক মেয়ে। হলো ছেলে, যার নাম রাখা হলো হ্যারি। কিন্তু এই সন্তান নিয়ে খুশি ছিলেন চার্লস। এ নিয়ে পরিবারের সদস্যদের কাছে হতাশাও প্রকাশ করেছিলেন তিনি। বিষয়টি তিনি ডায়ানা ও শাশুড়ি রেন স্পেন্সারকেও বলেছিলেন। 

আর এসব তথ্য সামনে এসেছে সম্প্রতি প্রকাশিত ডায়ানার একটি অডিও টেপের সূত্র ধরে। তাতে শোনা যায়, চার্লস তার স্ত্রীকে বলছেন, দ্বিতীয় সন্তানও ছেলে হওয়ায় তিনি খুশি হতে পারেননি। 

প্রিন্স চার্লস গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম। রাজপরিবার ছেড়ে পরিবার নিয়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। রাজপরিবারে বৈষম্যের শিকার হওয়ার কথাও কয়েকবার বলেছেন প্রিন্স হ্যারি। তার স্ত্রী প্রিন্সেস মেগান রাজপরিবারে বর্ণবৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তোলেন। হ্যারির সঙ্গে তার বাবা রাজা চার্লসের সম্পর্কের টানাপড়েনও গণমাধ্যমে এসেছে। হ্যারি এখন রাজপরিবার থেকে বিচ্ছিন্ন। এসব ঘটনার পরম্পরায় হ্যারির জন্ম নিয়ে তার বাবার অসন্তোষের নতুন টেপ বের হওয়ায় বিষয়টি সবার মনোযোগ আকর্ষণ করেছে। অনেকে বলেছেন, হ্যারিকে রাজপরিবার থেকে বের করার এটিও একটি কারণ হতে পারে। 

সম্প্রতি আমেরিকার এক টিভি চ্যানেলে সম্প্রচারিত এক অনুষ্ঠানে ডায়ানা ও তার বন্ধু জেমস কোল্টহার্স্টের কথোপকথন শোনানো হয়। তার জীবনীকার অ্যান্ড্রু মর্টনের জন্য সাত ঘণ্টার অডিও টেপ তৈরি করেছিলেন ডায়ানা। ১৯৯০-এর দশকে কোল্টহার্স্টের সঙ্গে তার কথাবার্তাও সেই অডিও টেপের অংশ। ১৯৯২ সালে প্রকাশিত হয়েছিল মর্টনের লেখা ‘ডায়ানা : আ ট্রু স্টোরি’ নামের বইটি। তাতে অবশ্য চার্লস সম্পর্কে এই প্রসঙ্গের কোনো উল্লেখ ছিল না। সূত্রের খবর, ‘ডায়ানা : দ্য রেস্ট অব হার স্টোরি’ নামে নতুন একটি তথ্যচিত্রে এই অডিও টেপ ব্যবহার করা হবে।

অডিও টেপে শোনা যাচ্ছে ডায়ানা বলছেন, ‘হ্যারি হওয়ার পরে চার্লস এতটাই হতাশ হয়েছিল যে, সে তার মনোভাব চেপে রাখতে পারত না। হ্যারির নামকরণ অনুষ্ঠানে আমার সৎমাকে চার্লস বলেই ফেলেছিল, ‘আমরা ভেবেই নিয়েছিলাম এবার মেয়ে হবে। ফের ছেলে হওয়ায় খুবই হতাশ হয়েছি।’ মা তখন চার্লসকে ধমক দিয়ে বলেছিলেন, ‘সুস্থ-সবল একটি বাচ্চা হয়েছে। তোমার বোঝা উচিত যে, এর থেকে সৌভাগ্যের আর কিছু হতে পারে না।’ এখানেই না থেমে ডায়ানা তার বন্ধু কোল্টহার্স্টকে আরও বলেন, ‘এর পরেই আমার (সৎ)মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় চার্লস। কেউ ওর মুখের ওপর কথা বললে চার্লস তা-ই করত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা