× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিম ‘গোপনে’ রাশিয়া যাচ্ছেন কেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৯ এএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:০১ পিএম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংগৃহীত ফটো

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংগৃহীত ফটো

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের ‘গোপনে’ রাশিয়া সফর করার খবর প্রকাশ হয়েছে। চলতি মাসেই তার এ সফর হতে পারে। সফরের মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অস্ত্র চুক্তির সম্ভাবনা। তবে তাদের বৈঠকের দিনক্ষণ ও স্থান সম্পর্কে কিছু জানা যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সিবিএসকে এসব তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, ইউক্রেন যুদ্ধের সমর্থনে মস্কোকে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহের সম্ভাবনা নিয়ে দুই নেতা আলোচনা করবেন।

এ খবর প্রচার হলেও উত্তর কোরিয়া ও রাশিয়ার পক্ষ থেকে মন্তব্য পাওয়া যায়নি।

এক সূত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, কিম সম্ভবত সাঁজোয়া ট্রেনে ভ্রমণ করতে পারেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশের মধ্যে অস্ত্র সমঝোতা ‘অগ্রসর’ হওয়ার বিষয়ে তারা তথ্য পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সম্প্রতি উত্তর কোরিয়া সফরের সময় ‘পিয়ংইয়ংকে রাশিয়ার কাছে গোলাবারুদ বিক্রি করতে রাজি করার’ চেষ্টা করেছিলেন।

জন কিরবি বলেন, পুতিন ও কিম তখন থেকে তাদের দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে চিঠিপত্র আদানপ্রদান করছেন। আমরা উত্তর কোরিয়াকে রাশিয়ার সঙ্গে তার অস্ত্র আলোচনা বন্ধ করতে আহ্বান জানিয়েছি। পিয়ংইয়ং রাশিয়াকে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার ব্যাপারে সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা মেনে চলার আহ্বান জানাই।

উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে যুক্তরাষ্ট্র দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে হুমকি দিয়েছেন তিনি।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা