× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনের গুয়াংডং প্রদেশে সুপার টাইফুনের আঘাত, নিহত ১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০১ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩১ পিএম

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে আঘাত হেনেছে সুপার টাইফুন সাওলা। ছবি : সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে আঘাত হেনেছে সুপার টাইফুন সাওলা। ছবি : সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে আঘাত হেনেছে সুপার টাইফুন সাওলা। এতে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে সুপার টাইফুন আঘাত হানে। এতে ধ্বংসযজ্ঞের পাশাপাশি অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে। তীব্র বাতাস বইছে শেনজেন, হংকং ও ম্যাকাও অঞ্চলে।

শুক্রবার গুয়াংডং প্রদেশের শত শত ফ্লাইট বাতিল করা হয় সতর্কতা ব্যবস্থা হিসেবে। ক্ষয়ক্ষতি এড়াতে প্রদেশের ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। 

চীনের আবহাওয়া অফিস জানায়, গুয়াংডং প্রদেশে ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বাতাসের গতি নিয়ে আঘাত হানে সাওলা। গুয়াংডং ও ফুজিয়ান প্রদেশের প্রায় ৯০ হাজার মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 

সময়ের সঙ্গে সুপার টাইফুন সাওলা দুর্বল হয়ে পড়েছে। তারপরেও জনগণকে বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

গুয়াংডং প্রদেশের রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গুয়াংডংয়ের রেলের কার্যক্রম শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। 

এর আগে হংকংয়ে শুক্রবার রাতে টাইফুনের কারণে ১০ নম্বর সতর্কতা জারি করা হয়। শনিবার সকালে এটিকে ৮-এ নামিয়ে আনা হয়। দেশটির আবহাওয়া পর্যবেক্ষক জানিয়েছে, ভারী বৃষ্টি ও বন্যা এখনও অঞ্চলটিকে প্রভাবিত করছে। এ কারণে বিকাল ৪টা পর্যন্ত সতর্কতা বলবৎ থাকবে।

বিশ্বের বৃহত্তম জুয়া কেন্দ্র ম্যাকাওতে। শুক্রবার রাতে সরকার এটিকে টাইফুনের কারণে বন্ধ করে দেয়। ক্যাসিনোগুলোকে শনিবার সকাল ৮টা থেকে পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে। 

টাইফুন সাওলা এখন তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে। রবিবার বিকালের শেষ দিকে তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে তাইওয়ান দ্বীপজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। 

তাইওয়ানের দুটি প্রধান অভ্যন্তরীণ এয়ারলাইনস রবিবারের সব ফ্লাইট বাতিল করেছে। সরকার মানুষকে সমুদ্র ও পর্বত অঞ্চল থেকে দূরে থাকতে সতর্ক করেছেন। আর জনগণকে বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা