× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির ম্যাচের টিকিট মূল্য ৭৫,২১০ টাকা, মেজর লিগ ইতিহাসে ব্যয়বহুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৯ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৫ পিএম

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ইন্টার মিয়ামি ও লস অ্যাঞ্জেলেস এফসির রবিবারের (৩ সেপ্টেম্বর) ম্যাচের টিকিটের দাম মেজর লিগ সকার গেমের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি অনলাইন মার্কেটপ্লেস টিকপিক।

টিকপিক বরাতে সিএনএন জানিয়েছে, আগামীকালের ম্যাচের প্রতিটি টিকিটের গড় দাম প্রায় ৬৯০ ডলার। যা বাংলাদেশী টাকায় ৭৫ হাজার ২১০ টাকা (১০৯ টাকা অনুসারে)।  ফুটবল সুপারস্টার লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে যোগদানের আগে প্রতি ম্যাচের টিকেট গড় মূল্য ছিল ১১০ ডলার। যা বাংলাদেশী টাকায় ১১ হাজার ৯৯০ টাকা। এতে ৫২৭ শতাংশ ম্যাচের টিকেট মূল্য বেড়েছে। 

অনলাইন মার্কেটপ্লেস টিকপিক আরও জানায়, দর্শকরা এমএসএস কাপে মেসির সবচেয়ে কম টাকায় ম্যাচ দেখতে পেরেছিল ৭৮৫ ডলারে। যা ৮৫ হাজার ৫৬৫ টাকা। আর মেসি যেসব ম্যাচগুলো না থাকে সেসসব ম্যাচের টিকিটের মূল্য প্রায় ৮০ শতাংশ কমে যায়। এলএএফসির টিমের প্রতিটি টিকিটের মূল্য হয় মাত্র ১৫১ ডলারে। যা ১৬ হাজার ৪৫৯ টাকা। 

টিকপিকের সহ-সিইও ব্রেট গোল্ডবার্গ সিএনএনকে বলেন, টিকেটের দাম স্থিতিশীল হবে। যদিও টিকিটের উচ্চ চাহিদার কারণে দাম ঊর্ধ্বমুখী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

এলএএফসি লিগের অন্যতম জনপ্রিয় মেসির টিম এমএলএস। তাই চাহিদা সবসময়ই বেশি থাকে। এ বিষয়ে গোল্ডবার্গ বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াবিদদের একজন খেলতে আসছেন। তাই মানুষের মধ্যে উন্মাদনাও বেশী থাকে।’ 

এমএলএস দলে মেসির যোগদানের পর থেকেই নিয়মিতভাবে টিকিটের দাম বাড়ছে। গত সপ্তাহের খেলায় নিউইয়র্ক রেড বুলসে টিকিটের দাম স্বাভাবিকের চেয়ে প্রায় ১০০০ শতাংশ বেশি ছিল।

যুক্তরাষ্ট্রের মোবাইল নির্মিতা কেম্পানি অ্যাপল বলেছে, জুলাইয়ে মেসি যোগদানের পর থেকে তার সকার স্ট্রিমিং প্যাকেজের দর্শকের সংখ্যা বেড়েছে। 

খেলার সরঞ্জাম তৈরি কোম্পানি অ্যাডিডাস বলেছে, মেসির জার্সির চাহিদা ‘সত্যিই নজিরবিহীন’ বেড়েছে। চলতি বছর অক্টোবর পর্যন্ত অর্ডার ব্যাকলগ তৈরি করেছে।

খুচরা বিক্রেতা Soccer.com গত সপ্তাহে CNN কে জানিয়েছে, আমাদের ওয়েবসাইটে সেরা আটটি সর্বাধিক বিক্রিত জার্সি মেসির আর্জেন্টিনা কিট ও ইন্টার মিয়ামি জার্সি।। ফ্লোরিডা দল এখন ভার্মন্ট বাদে সমস্ত মার্কিন রাজ্যে সর্বাধিক বিক্রিত মেসির এমএলএস ক্লাবের কিট। আগে ইন্টার মিয়ামি জার্সি শুধুমাত্র ফ্লোরিডায় সর্বাধিক বিক্রিত জার্সি ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা