× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইইউ রেকর্ডের বৃহত্তম দাবানল জ্বলছে গ্রিসে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ২২:১৫ পিএম

ইইউ রেকর্ডের বৃহত্তম দাবানল জ্বলছে গ্রিসে

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) দাবানল নথিভুক্ত করছে ২০০০ সাল থেকে। তাদের রেকর্ডে থাকা অন্য সব দাবানলকে পেছনে ফেলে দিয়েছে চলতি বছর গ্রিসে জ্বলতে থাকা দাবানলটি। দেশটিকে সহায়তায় এরই মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইইউ। ইউরোপীয় কমিশনের মুখপাত্র বালাজস উজভারি নিশ্চিত করেছেন এ তথ্য। 

ইউরোপীয় ইউনিয়ন বহর থেকে ১১টি উড়োজাহাজ এবং একটি হেলিকপ্টার গ্রিসের উত্তরের শহর আলেক্সান্দ্রাপোলিতে জ্বলতে থাকা আগুন নেভানোর জন্য পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে ৪০৭ অগ্নিনির্বাপক কর্মীও।

এরই মধ্যে আগুনে ৮১০ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে বলে জানা গেছে, যা আয়তনে নিউ ইয়র্ক শহরের চেয়েও বড়। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, ২০০০ সালের পর থেকে ধরা হলে এ আগুন ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে সবচেয়ে বৃহত্তম। ওই বছর থেকেই ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম ডেটা রেকর্ড শুরু করে।

গ্রিসের অগ্নিনির্বাপক বাহিনী বলছে, ওই আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে। দেশের উত্তর পূর্ব অঞ্চলের ডাডিয়া ন্যাশনাল পার্কে জ্বলছে সেটি। পাখিদের জন্য খুব গুরুত্বপূর্ণ অভয়ারণ্য সেটি। 

১৯ আগস্ট থেকে শুরু হয়েছে ওই দাবানল। এ পর্যন্ত এতে মারা গেছে ২০ জন। তাদের মধ্যে ১৮ জন অভিবাসী। গ্রিসে এ বছরের গ্রীষ্মে প্রচুর দাবানলের ঘটনা ঘটেছে। সরকার ও বিশেষজ্ঞরা এর জন্য জলবায়ু সংকটকে দায়ী করছেন। ইউরোপীয় কমিশনের সংকট ব্যবস্থাপনার কমিশনার জ্যানেজ লেনারকিক বলেছেন, আকাশ সহায়তার বিষয়টি মূলত সংকটের মুহূর্তে জোটের দ্রুত এবং কার্যকর জোটবদ্ধ কার্যক্রমের বিষয়টি ফুটিয়ে তুলছে। 


সূত্র : গার্ডিয়ান 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা