× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদাগাস্কারে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১০:২৩ এএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১০:৪৩ এএম

মাদাগাস্কারের মহামাসিনা স্টেডিয়াম। ছবি : সংগৃহীত

মাদাগাস্কারের মহামাসিনা স্টেডিয়াম। ছবি : সংগৃহীত

মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর মহামাসিনা স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০ জন। আহতের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৫ আগস্ট) ভারতীয় মহাসাগর দ্বীপ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে। দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান নটসে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। নিহতদের জন্য আমরা সবাই এক মিনিট নীরবতা পালন করি।

মহামাসিনা স্টেডিয়ামে দর্শকধারণ ক্ষমতা প্রায় ৪১ হাজার। কিন্তু শুক্রবার ধারণক্ষমতার চেয়ে বেশি লোক স্টেডিয়ামে প্রবেশ করে। ফলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

রেডক্রসের স্থানীয় কর্মকর্তা আন্তসা মিরাডো বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়ামে প্রবেশে বিপুল ভিড় ছিল।

ভারতীয় মহাসাগর দ্বীপ গেমস অত্যন্ত জনপ্রিয় একটি ক্রীড়া প্রতিযোগিতা । ১৯৭৭ সাল থেকে এটা চলছে। প্রতি চার বছর অন্তর এটি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে কমোরোস, মাদাগাস্কার, মরিশাস, সেশেলস, মালদ্বীপ, রিইউনিয়ন অঞ্চল, স্থানীয় স্বায়ত্তশাসিত দ্বীপ ও অঞ্চল।

এর আগে ২০১৮ সালে মাদাগাস্কার-সেনেগাল ফুটবল ম্যাচ শুরুর আগে মহামাসিনায় পদদলিত হয়ে একজন নিহত হন। আহত হন আরও প্রায় ৪০ জন।

২০১৬ সালে মাদাগাস্কারের জাতীয় দিবস উদযাপনের সময় একই স্টেডিয়ামে গ্রেনেড বিস্ফোরণে দুজন নিহত হন। আহত হন প্রায় ৮০ জন। একটি ফ্রি কনসার্ট চলাকালে ওই বিস্ফোরণ ঘটে।

দুই বছর আগে মহামাসিনা স্টেডিয়ামের বাইরে এক গ্রেনেড বিস্ফোরণে এক শিশু নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা