প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১২:৩৩ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১২:৫৭ পিএম
বন্যাক্রান্ত বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে জরুরি বিভাগের কর্মীরা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আকস্মিক বন্যার কারণে প্রায় ১ লাখ মানুষকে
সরিয়ে নেওয়া হয়েছে।
রবিবার (২০ আগস্ট) সতলেজ নদীর তীর ফেটে যাওয়ায় পাঞ্জাব প্রদেশের
কয়েকশ গ্রাম প্লাবিত হয়েছে। পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মুহাম্মদ আসলাম জানান,
সতলেজ নদীর স্তর ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ।
এতেই প্লাবিত হয়েছে হাজার হাজার একর জমি।
উদ্ধারকর্মীরা নৌকায় করে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন গ্রাম থেকে বন্যায়
আটকে থাকা মানুষদের উদ্ধার করছেন।
দেশটির ত্রাণ শিবিরের স্বেচ্ছাসেবী চিকিৎসক মুহাম্মদ আমিন বলেন, পাঞ্জাব
প্রদেশের রাস্তায় পাঁচ থেকে ছয় ফুট (১.৫ থেকে ১.৮ মিটার) পানি রয়েছে।
পাঞ্জাব জরুরি পরিষেবার মুখপাত্র ফারুক আহমেদ বলেন, আমরা ১ লাখ মানুষকে
নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি।
পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নকভি বলেছেন, ভারতীয়
কর্তৃপক্ষ অতিরিক্ত জলাধারের পানি সতলেজ নদীতে ছেড়ে দেওয়ায় এ বন্যা পরিস্থিতির সৃষ্টি
হয়েছে।
ভারতেও চলতি বছর বর্ষায় প্রচুর বৃষ্টি হয়েছে। গত জুলাই থেকে বৃষ্টি-সম্পর্কিত
ঘটনায় দেশটিতে ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২২ সালে আকস্মিক বন্যার কবলে পড়েছিল পাকিস্তান। এতে দেশের
প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল প্লাবিত হয়েছিল। এখনও সে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংগ্রাম
করছে দেশটি।
সে বছর বন্যায় ৩ কোটি ৩০ লাখ মানুষের জনজীবনকে প্রভাবিত করেছিল। নিহত
হয়েছিল ১ হাজার ৭৩৯ জন। দেশের অর্থনীতির ক্ষতি হয়েছিল ৩ হাজার কোটি ডলারের।
সূত্র : আলজাজিরা