প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১১:২৩ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১১:৪০ এএম
মৌসুমি ঝড় হিলারির কারণে ক্যালিফোর্নিয়ায় সোমবার (২১ আগস্ট) আকস্মিক বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০ আগস্ট রাজ্যটির পাম স্প্রিংস শহরে। ছবি : সংগৃহীত
মৌসুমি ঝড় ‘হিলারি’ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও সান ডিয়েগো শহরে রবিবার ভোরে আঘাত হানতে শুরু করেছে। শক্তিশালী ঝড়টির কারণে ক্যালিফোর্নিয়ার মরু ও পাহাড়ি অঞ্চলে রেকর্ড বৃষ্টি হচ্ছে। ফলে সোমাবার (২১ আগস্ট) দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আকস্মিক বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পশ্চিম দিকের রাজ্য ক্যালিফোর্নিয়া প্রধানত শুষ্ক অঞ্চল। ১৯৩৯ অর্থাৎ তথা ৮৪ বছরের মধ্যে রাজ্যটিতে এতটা বৃষ্টিপাত আর কখনও হয়নি। ক্যালিফোর্নিয়ার মরু ও পাহাড়ি অঞ্চলে দুয়েকদিনের মধ্যে ১২ থেকে ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস করা হয়েছে। এসব অঞ্চলে সাধারণত সারা বছরে এতটা বৃষ্টিপাত হয়।
রাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আকস্মিক বন্যার শঙ্কায় কিছু অঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের ক্যালিফোর্নিয়ার উপদ্রুত অঞ্চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
‘হিলারি’ ক্যালিফোর্নিয়ায় আঘাত হানার আগে প্রতিবেশী দেশ মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে আঘাত হানে। সেখানে অন্তত এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় ১ হাজার ৯০০ ব্যক্তিকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র : বিবিসি, রয়টার্স