প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১০:২৬ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১০:৫২ এএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
রিপাবলিকান পার্টির পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রথম বিতর্কে অংশ নেবেন না ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২০ আগস্ট) যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট বিতর্কে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, আমি কে তা জনগণ ভালোমতো জানে। আমি কতটা সফল প্রেসিডেন্ট ছিলাম তাও তারা জানে।
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪ সালের নভেম্বরে। এজন্য দেশটির পার্টিগুলোর প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যা প্রাইমারি নামে পরিচিত।
প্রাইমারিতে অনেক বিতর্ক হয়। রিপাবলিকান পার্টির প্রথম বিতর্ক হবে বুধবার (২৩ আগস্ট)। পরদিন বৃহস্পতিবার হবে দ্বিতীয় বিতর্ক।
পার্টির পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী হতে আগ্রহীরা এসব বিতর্কে অংশ নেবেন। তবে এসব বিতর্কে অংশ না নিলেও প্রার্থী হতে সমস্যা হয় না। আগামী কয়েক মাসে আরও কয়েকটি বিতর্ক হবে।
ট্রাম্প কয়েক মাস ধরে যে ইঙ্গিত দিয়ে এসেছেন তা হচ্ছে, তিনি সম্ভবত উইসকনসিনের মিলওয়াকিতে ২৩ আগস্ট রাতের বিতর্ক এড়িয়ে যাবেন। ট্রাম্পের এ সিদ্ধান্তের পেছনে যুক্তি হচ্ছে, জাতীয় নির্বাচনে তার উল্লেখযোগ্য নেতৃত্বের কারণে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের তাকে আক্রমণ করতে সুযোগ দেওয়ার কোনো অর্থ হয় না।
রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের একটি জরিপে দেখা যাচ্ছে, রিপাবলিকান ভোটারদের মধ্যে ৬২ শতাংশের পছন্দের প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের পক্ষে আছেন ১৬ শতাংশ রিপাবলিকান ভোটার।
অন্যদিকে প্রাথমিক প্রতিযোগিতায় অন্য সব প্রার্থীর প্রতি ভোটারের সমর্থন ১০ শতাংশের কম।
রয়টার্স বলছে, চলতি সপ্তাহের বিতর্কে ট্রাম্পের অনুপস্থিতির অর্থ হচ্ছে ট্রাম্পের প্রাথমিক বিকল্প হিসেবে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস দলের অন্য প্রার্থীদের আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবেন। রিপাবলিকান মনোনয়ন লড়াইয়ের বিজয়ী প্রার্থী ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে লড়াই করবেন।
ডিসান্টিসের প্রচার টিমের মুখপাত্র অ্যান্ড্রু রোমিও বলেছেন, ডোনাল্ড ট্রাম্পসহ কেউই এ মনোনয়ন পাওয়ার অধিকারী নন। আপনাকে (যোগ্যতা) দেখাতে হবে এবং এটি অর্জন করতে হবে।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ নির্বাচনের সময় জর্জিয়া অঙ্গরাজ্যে ফলাফল পাল্টে ফেলার চেষ্টার এক অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে আনা ১৩টি আনুষ্ঠানিক অভিযোগের মধ্যে রয়েছে ভয়ভীতি দেখানোর বিরুদ্ধে জর্জিয়ার গুন্ডামিবিরোধী র্যাকেটিয়ারিং আইন লঙ্ঘন করা, সরকারি কর্মকর্তার শপথ লঙ্ঘন ও জালিয়াতির ষড়যন্ত্র।
হোয়াইট হাউসের সাবেক স্টাফপ্রধান মার্ক মেডোস, ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি, মার্কিন বিচার বিভাগের সাবেক কর্মকর্তা জেফরি ক্লার্কসহ আরও ১৮ জনের বিরুদ্ধেও একই রকম অভিযোগ আনা হয়েছে।
সূত্র : বিবিসি, রয়টার্স