× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনের রায় চীন দেবে না : তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ২০:০১ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২০:২০ পিএম

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। ফাইল ছবি

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। ফাইল ছবি

ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই বলেছেন, তাইওয়ানের জন্য আগামী বছরের নির্বাচন গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের মধ্য থেকে একটিকে বেছে নেওয়ার সামিল। এমন একটি সময় তার এ মন্তব্য সামনে এলো, যখন তার যুক্তরাষ্ট্র সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়ায় নেমেছে চীন।    

জরিপ বলছে, স্বশাসিত ভূখণ্ডটির পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন লাই। জানুয়ারিতে দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। চলতি মাসে তিনি প্যারাগুয়ে সফরে গিয়েছিলেন। যাওয়া ও আসার সময় যুক্তরাষ্ট্রে বিরতি নিয়েছিলেন তিনি। বেইজিং বিষয়টিকে ভালোভাবে নেয়নি। 

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী রবিবার (২০ আগস্ট) বলেন, ২৪ ঘণ্টায় চীনের বিমানবাহিনীর ২৫টি যুদ্ধবিমান তাইওয়ানের মধ্যবর্তী রেখা অতিক্রম করেছে। ওই মধ্যবর্তী রেখা মূলত চীন ও তাইওয়ানের মাঝের অদৃশ্য প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। বছরখানেক আগে থেকে নিয়মিতভাবে ওই রেখা অতিক্রম শুরু করে চীনের যুদ্ধবিমান।    

তাইওয়ানের মন্ত্রণালয়ের প্রকাশিত মানচিত্র অনুসারে, রেখা অতিক্রমকারী যুদ্ধবিমানের মধ্যে চীনের সু-৩০ ও জে-১১ যুদ্ধবিমান রয়েছে। রবিবারও চীন মহড়া অব্যাহত রেখেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। তাইওয়ানের কর্মকর্তারা বলছেন, চীন দ্বীপের কাছে সামরিক অনুশীলন অব্যাহত রাখবে বলে ধারণা করা হচ্ছে। লাইয়ের যুক্তরাষ্ট্রে বিরতিগ্রহণকে অজুহাত হিসেবে দেখিয়ে ভোটারদের দমানোর চেষ্টা করবে, তাদের যুদ্ধের ব্যাপারেও ভয় দেখাবে। 

তাইওয়ানের টিভি চ্যানেলে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে লাই জানান, নির্বাচনে কে জিতবে তা চীনের ওপর নির্ভর করবে না। তিনি বলেন, ’এটি এমন নয় যে চীন আজ কাউকে পছন্দ করে এবং সে ওই পদে যাবে। এটি তাইওয়ানের গণতন্ত্রের বিপরীতে যায় এবং তাইওয়ানের গণতান্ত্রিক ব্যবস্থায় বড় মাপের একটি ক্ষতির বিষয়টি ফুটিয়ে তোলে।’ 

লাই আরও বলেন, চীনের তাইওয়ানের নেতাদের বিদেশ সফরের ক্ষেত্রে ‘কিছুই না’ নিয়ে উত্তেজনা তৈরি করা উচিত নয়। তিনি বলেন, ‘আমার অবস্থান হলো তাইওয়ান চীনের কোনো অংশ নয়। আমরা আন্তর্জাতিক মহলের সঙ্গে সংযোগ স্থাপনে এবং চীনের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে আলোচনায় আগ্রহী।’ 

তিনি আরও বলেন, ’চীন অনেক বছর ধরেই তাইওয়ানকে অধিগ্রহণের চেষ্টা চালিয়ে আসছে এবং এটি ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) অধীনে শুরু হওয়া কোনো বিষয় নয়।’

লাই বলেন, ’এই নির্বাচন শান্তি ও যুদ্ধের মধ্যে পছন্দের বিষয় নয়। আমরা মেনু থেকে শান্তি বেছে নেব এবং শান্তি চলে আসবে, আবার যুদ্ধ বেছে নিলে যুদ্ধ হবে– বিষয়টি এমন নয়। বিষয়টি হলো আমরা গণতন্ত্র চাই না কি স্বৈরতন্ত্র– সেটি বেছে নেওয়ার অধিকার আমাদের আছে কিনা। এই নির্বাচনে এটিই মূল বিষয়, যা আমাদের বেছে নিতে হবে। 


সূত্র : রয়টার্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা