প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১২:৪১ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৩:১৫ পিএম
টেলিভিশনে ভাষণরত নাইজারের সামরিক জান্তা আবদুর রহমান চিয়ানি। ছবি : সংগৃহীত
বেসামরিক প্রশাসনের
হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য ৩ বছর সময় চেয়ে নতুন এক প্রস্তাব উত্থাপন করেছেন নাইজারের
সামরিক জান্তা আবদুর রাহামানে চিয়ানি। পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোওয়াসভুক্ত
দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এমন প্রস্তাব উত্থাপন করেন তিনি।
বিপরীতে দেশটিতে যেকোনো সামরিক আক্রমণের বিষয়ে তিনি বলেন, মাতৃভূমির সুরক্ষার জন্য জাতীয় কাউন্সিল বা
নাইজারের জনগণ যুদ্ধ চায় না এবং সংলাপের জন্য দ্বার উন্মুক্ত। তবে আমাদের একটি বিষয়
পরিষ্কার করা যাক, যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করা হয়, কিছু লোকের ধারণার ভিত্তিতে
এটি পার্কে হাঁটার মতো সহজ বিষয় হবে না।
এ ছাড়া শনিবার গভীর
রাতে জাতীয় টেলিভিশনে বক্তৃতায় জেনারেল চিয়ানি এক ভাষণে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার
কোনো বিশদ বিবরণ না দিলেও তিনি জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে সামরিক কাউন্সিল এই
পদক্ষেপের নীতিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।
গত ২৬ জুলাই নাইজারে
সামরিক অভ্যুত্থানে ক্ষমতা থেকে সরানো হয় দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে।
এরপরই সামরিক প্রশাসক হিসেবে দেশটির সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেন জেনারেল চিয়ানি।
যদিও পশ্চিম আফ্রিকার
দেশগুলোর জোট ইকোওয়াস এই অভ্যুত্থান মেনে নেয়নি। এরই মধ্যে নাইজারের ওপর দেশগুলো কঠোর
অবরোধ আরোপ করেছে এবং সেনা সরকারকে সরাতে সামরিক বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। শুরুতে
ইকোওয়াস প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ না করলেও এবার চিয়ানি নিজেই চাইছেন, আলোচনার মাধ্যমে
ইকোওয়াসভুক্ত দেশগুলোর সঙ্গে অচলাবস্থা কাটানোর।
সূত্র : আলজাজিরা