× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ঘূর্ণিঝড় হিলারি, জরুরি অবস্থা জারি ক্যালিফোর্নিয়ায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১১:১৩ এএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১১:১৬ এএম

বন্যা মোকাবেলায় বালির বস্তা প্রস্তুত করছে জরুরি বিভাগের কর্মীরা। ছবি : সংগৃহীত

বন্যা মোকাবেলায় বালির বস্তা প্রস্তুত করছে জরুরি বিভাগের কর্মীরা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উপকূল অঞ্চলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিলারি। আশঙ্কা করা হচ্ছে এটি সঙ্গে নিয়ে আসবে চরম বৃষ্টি, ফলে দেখা দিবে বন্যা। ঐতিহাসিক এই ঘূর্ণিঝড়কে মোকাবিলার জন্য সর্বোচ্চ প্রস্ততি নেওয়া শুরু করেছে রাজ্য সরকার।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম শনিবার (১৯ আগস্ট) দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বড় অংশের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পাশাপাশি সম্ভাব্য ক্ষতিগ্রস্ত রাস্তা, বৈদ্যুতিক অবকাঠামো ও বিপজ্জনক বন্যা পরিস্থিতি মাথায় রেখে প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন তিনি।  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবারই জানিয়েছেন, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফেমা) সদস্যদের ক্যালিফোর্নিয়ায় প্রেরণ করা হয়েছে। তারা প্রয়োজন অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

বিবৃতিতে বাইডেন বলেন, আমি ঝড়ের পথে সবাইকে সতর্কতা অবলম্বন করতে এবং রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের নির্দেশনা শোনার অনুরোধ করছি।

দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) মতে, ঝড়টি দক্ষিণ-পশ্চিমের কিছু অংশে এক বছরের সমান বৃষ্টিপাত ঘটাতে পারে। যদিও শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার দিকে ধেয়ে আসা ঝড়টি ক্যাটাগরি থেকে ক্যাটাগরি ১ পরিণত হয়েছে, অর্থ্যাৎ দুর্বল হয়ে গেছে। বর্তমানে এর গতিবেগ ঘণ্টায় ৯০ মাইল। যদিও সবশেষ তথ্যমতে হিলারি তার ট্র্যাকে সামান্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছুটা গতি বাড়িয়েছে। ক্যালিফোর্নিয়ার শহর সান দিয়েগোর আবহাওয়া পরিষেবা বলছে, রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝড়ের প্রত্যক্ষ প্রভাব দেখা যাবে। ঝড়টি সান দিয়েগোতে আঘাত হানার কথা রয়েছে স্থানীয় সময় দুপুর ৩টার কাছাকাছি সময়ে।

কিন্তু এই ঝড়ের মূল বিপদটি হলো অতি বৃষ্টিপাত ও বন্যা। যার প্রভাব রবি ও সোমবারেই পড়বে। ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্যানুসারে, বাতাসগুলো রবিবার সকালেই প্রবলভাবে বয়ে যাবে এবং চরম বৃষ্টিপাত ঘটাবে। দক্ষিণ ক্যালিফোর্নিয়া ও নেভাদার কিছু অংশে ৩-৬ ইঞ্চি বৃষ্টি এবং ১০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি অংশে ১-৩ ইঞ্চির বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এনএইচসি বলছে, বৃষ্টি থেকে বন্যার প্রভাবের জন্য সব প্রস্তুতি যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করা উচিত।

ঝড়টি যদি উপকূলে আঘাত হানে, তবে ৮০ বছরের মধ্যে এটিই প্রথম ক্যালিফোর্নিয়ায় আঘাত করা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হতে যাচ্ছে। শেষবার ১৯৩৯ সালে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছিল।

 

সূত্র : সিএনএন 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা