× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশী বোঝাই নৌকাডুবি, ৬৩ জন নিহতের শঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১০:৫২ এএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ১১:১৯ এএম

নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনকে জীবিত উদ্ধার করা গেছে। ছবি : সংগৃহীত

নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনকে জীবিত উদ্ধার করা গেছে। ছবি : সংগৃহীত

আফ্রিকার দ্বীপদেশ কেপ ভার্দের উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে আটলান্টিক মহাসাগরে অভিবাসনপ্রত্যাশী-বোঝাই নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছেন বলে শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

এরই মধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি নিখোঁজ ৫৬ জনের মরদেহ খুঁজে পেতে নৌকাডুবির সামুদ্রিক এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। সাধারণত জাহাজডুবির ঘটনায় নিখোঁজদের মৃত হিসেবে ধরে নেওয়া হয়।

আইওএম বুধবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, নৌকাটি সেনেগাল থেকে ছেড়ে এসেছিল। সম্ভবত এর গন্তব্য ছিল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ। কেপ ভার্দে থেকে ক্যানারির দূরত্ব প্রায় ৩৫০ মাইল (৬০০ কিলোমিটার)।

আইওএমের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এ ঘটনায় ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ১২ থেকে ১৬ বছর বয়সি ৪ কিশোরও রয়েছে।

তবে নৌকাডুবির ঘটনা কখন ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, এটি ১০ জুলাই সেনেগাল থেকে যাত্রা করে এবং এতে প্রায় ১০০ যাত্রী ছিলেন।

চলতি বছরে প্রথম ছয় মাসে সেনেগাল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের একই পথে অভিবাসনপ্রত্যাশী-বোঝাই নৌকাডুবির ঘটনায় ১২৬ জন নিহত হন। ২০২২ সালে নিহত হন ৫৫৯ জন। গত মাসেও সেনেগালের রাজধানী ডাকারে একটি নৌকাডুবির ঘটনায় ১৫ জন নিহত হন।

সূত্র : দ্য গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা