× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলশেভিক বধের দিনে নিজেদের শক্তি দেখাল পোল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১০:০২ এএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১১:৩৬ এএম

মঙ্গলবারের সামরিক কুচকাওয়াজে পোলিশ সেনারা। ছবি : সংগৃহীত

মঙ্গলবারের সামরিক কুচকাওয়াজে পোলিশ সেনারা। ছবি : সংগৃহীত

ইউরোপের দিকে অগ্রসরমান বলশেভিক বাহিনীকে পরাজিত করার ১০৩তম বর্ষপূর্তি উদযাপন করল পোল্যান্ড। তারই অংশ হিসেবে মঙ্গলবার (১৫ আগস্ট) রাজধানী ওয়ারশতে বড় ধরনের সামরিক প্রদর্শনী ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ প্রদর্শনীতে পোলিশ সশস্ত্র বাহিনীর ভান্ডারে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান, দক্ষিণ কোরিয়ার তৈরি এফএ-৫০ ফাইটার ও কে-৯ হুইৎজার, যুক্তরাষ্ট্রের তৈরি আব্রাহামস ট্যাংক, হিমার্স মোবাইল আর্টিলারি সিস্টেম ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখানো হয়।

এ ছাড়া আয়োজিত কুচকাওয়াজে পোল্যান্ড এবং ন্যাটোভুক্ত অন্যান্য দেশের ২ হাজার সেনা, ২০০ সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম এবং ১০০ যুদ্ধবিমান অংশ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ম্যারিউস ব্ল্যাসজ্যাক ভিস্তুলা বলেন, ’১৫ আগস্ট শুধু ওয়ারশ যুদ্ধের বিজয়ী বীরদের প্রতি শ্রদ্ধা এবং আমাদের স্বদেশকে রক্ষা করার জন্য সমসাময়িক সেনাদের ধন্যবাদ জানানোর একটি সুযোগই নয়; এটি আমাদের শক্তি দেখানোর উপযুক্ত দিন। এটি দেখানোর জন্য যে আমরা একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলেছি, যা কার্যকরভাবে আমাদের সীমান্তকে বিনা দ্বিধায় রক্ষা করবে।’

পোল্যান্ড গত কয়েক বছরে নাটকীয়ভাবে সামরিক শক্তি বৃদ্ধি করেছে। তার দিকে আলোকপাত করে অনুষ্ঠানে যোগ দেওয়া প্রেসিডেন্ট ও পোলিশ সশস্ত্র বাহিনীর প্রধান আন্দ্রেজ দুদা জানান, বর্তমানে পোল্যান্ড সেনাবাহিনীতে ১ লাখ ৭৫ হাজারের বেশি সেনা আছে। অথচ আট বছর আগে সংখ্যাটি ছিল ৭৫ হাজার।

প্রেসিডেন্ট আরও জানান, এ বছর পোল্যান্ডের প্রতিরক্ষা বাজেট হবে ১৩৭ বিলিয়ন জুলোতিস (৩৭ বিলিয়ন ডলার); যা মোট দেশজ উৎপাদনের ৪ শতাংশ। হারের দিক থেকে এটি প্রতিরক্ষা ব্যয়ে ন্যাটোর দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

তিনি বলেন, ‘এই বিশাল আধুনিকীকরণের লক্ষ্য হলো পোলিশ সশস্ত্র বাহিনীকে সজ্জিত করা এবং এমন একটি প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করা যাতে কেউ কখনও আমাদের আক্রমণ করার সাহস না পায়।’

এদিকে ৩ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশটির রক্ষণশীল সরকার ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে সামরিক কেনাকাটা বৃদ্ধির জন্য বিশাল ঋণ নিচ্ছে। এটি নিয়ে সমালোচনাও রয়েছে।  তবে দুদা বলেন, ‘আমরা নিষ্ক্রিয় থাকতে পারি না। তাই আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করছি।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা