× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌথ সামরিক বাহিনী মোতায়েন করবে বেলারুশ ও রাশিয়া

প্রবা ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২২ ১৭:২৯ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২২ ১৭:৫৭ পিএম

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, বেলারুশ এবং রাশিয়া একটি যৌথ সামরিক টাস্ক ফোর্স মোতায়েন করবে। রাষ্ট্রচালিত বেল্টা নিউজ এজেন্সি জানিয়েছে, এর প্রতিক্রিয়ায় তিনি দেশটির পশ্চিম সীমান্তে উত্তেজনা বাড়াতে শুরু করেছেন।

আল-জাজিরা জানিয়েছে, লুকাশেঙ্কো সোমবার বলেন, দুদিন আগে রাশিয়াকে ক্রিমিয়ান উপদ্বীপের সঙ্গে সংযুক্তকারী একটি সেতুতে বিস্ফোরণের পরে স্পষ্টতই দুটি দেশ একসঙ্গে বাহিনী তৈরি শুরু করেছিল।

কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো রাজধানী কিয়েভসহ ইউক্রেনের একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার সময় এই ঘোষণা আসলো।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা জানিয়েছে, নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় লুকাশেঙ্কো বলেন, ‘আমি আগেই বলেছি যে, সোমবার (১০ অক্টোবর) ইউক্রেন শুধু আলোচনাই করছে না, বেলারুশের ভূখণ্ডে হামলার পরিকল্পনা করছে।’ তবে তিনি তার ওই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি।

তিনি আরও বলেন, ‘আমরা রাশিয়ান ফেডারেশন এবং বেলারুশ প্রজাতন্ত্রের একটি আঞ্চলিক গ্রুপ স্থাপনে সম্মত হয়েছি।’

তবে কোথায় সেনা মোতায়েন করা হবে তা উল্লেখ করেননি লুকাশেঙ্কো।

প্রেসিডেন্ট বলেন, ‘বেলারুশের অবশ্যই সব ধরনের বখাটেদের মোকাবেলা করার জন্য আগে থেকেই পরিকল্পনা থাকতে হবে, যারা আমাদের লড়াইয়ে টেনে আনতে চাইছে। বেলারুশের ভূখণ্ডে কোনো যুদ্ধ হওয়া উচিত নয়। বেলারুশ আর্থিক ও রাজনৈতিকভাবে তার প্রধান মিত্র রাশিয়ার উপর নির্ভর করে।’

প্রবা/জিজি/টিই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা