× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়েমেনে অপহরণ

বাংলাদেশি সুফিউলসহ ৫ জনের মুক্তিতে সন্তোষ প্রকাশ জাতিসংঘের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১২:৩১ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১৩:০৬ পিএম

লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনাম (মাঝে)। ছবি : সংগৃহীত

লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনাম (মাঝে)। ছবি : সংগৃহীত

ইয়েমেনে আল-কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের বাংলাদেশি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামসহ পাঁচজনের মুক্তিতে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাটি। 

শুক্রবার (১২ আগস্ট) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ইয়েমেনে জাতিসংঘের আবাসিক মানবিক কার্যক্রমের সমন্বয়কারী ডেভিড গ্রেসলি আলাদা আলাদাভাবে সন্তোষ প্রকাশ করেছেন। 

শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহানা হক বলেন, জাতিসংঘের পাঁচ কর্মকর্তার মুক্তিতে গভীরভাবে সন্তোষ প্রকাশ করেছেন আন্তোনিও গুতেরেস। যেকোনো ধরনের অপহরণ অমানবিক ও অযৌক্তিক অপরাধ বলে মনে করেন তিনি। অপরাধীদের শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন গুতেরেস। 

ডেভিড গ্রেসলি বলেন, ইয়েমেনে আমার চার সহকর্মীর মুক্তিতে আমরা ভীষণ খুশি। তারা সবাই সুস্থ আছেন। তারা তাদের পরিবারের সঙ্গে ইতোমধ্যে দেখা করতে পেরেছেন। তাদের মুক্ত করায় আমি ইয়েমেন সরকারকে ধন্যবাদ জানাই। 

২০২২ সালের ১১ ফেব্রুয়ারি জাতিসংঘে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামসহ মোট পাঁচজনকে ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে অপহরণ করে আল-কায়েদার সদস্যরা। তাদের মুক্তিপণ হিসেবে ৩০ লাখ ডলার দাবি করা হয়। আনাম ছাড়া বাকিরা ইয়েমেনের নাগরিক। 

সম্প্রতি তাদের উদ্ধার করা হয়। বুধবার (৯ আগস্ট) আনাম দেশে ফেরেন। 

সূত্র : জাতিসংঘ নিউজ



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা