× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিউনিসিয়া উপকূলে আবারও শরণার্থীবোঝাই জাহাজডুবি, নিহত ১৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১০:০৫ এএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ১১:০৯ এএম

চলতি বছরই ৩৪ হাজারের বেশি শরণার্থীকে সাগর থেকে উদ্ধার করেছে তিউনিসীয় কোস্টগার্ড। ছবি : সংগৃহীত

চলতি বছরই ৩৪ হাজারের বেশি শরণার্থীকে সাগর থেকে উদ্ধার করেছে তিউনিসীয় কোস্টগার্ড। ছবি : সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া ও পশ্চিম সাহারার কাছে শরণার্থীবোঝাই জাহাজডুবির ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।

কেরকানাহ দ্বীপপুঞ্জের কাছে এ জাহাজডুবিতে বেঁচে ফেরা এখন পর্যন্ত দুজনের একজন জানিয়েছেন, তারা ৫৭ জনের মতো জাহাজটিতে ছিলেন। সবাই আফ্রিকার সাব-সাহারান দেশগুলোর বাসিন্দা। তিউনিসিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর ফ্যাক্স থেকে তারা ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তাদের গন্তব্য ছিল ইতালি।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখন পর্যন্ত প্রায় সবাই নিখোঁজ। তিউনিসীয় কোস্টগার্ড তাদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে তিউনিসিয়া দেশটি শরণার্থীদের জন্য ইউরোপে ঢোকার প্রবেশদ্বার হয়ে উঠেছে। আফ্রিকার অনেক দেশ থেকে মানুষ উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমাতে চায়। এজন্য তারা তিউনিসিয়ার বিপজ্জনক সামুদ্রিক রুটটি ব্যবহার করে।

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, চলতি বছর জুলাই পর্যন্ত দেশটির কোস্টগার্ড সমুদ্র থেকে ৯০১টি মরদেহ এবং ৩৪ হাজার ২৯০ জনকে জীবিত উদ্ধার করেছে; যার অধিকাংশই আফ্রিকার সাব-সাহারান দেশগুলো থেকে এসেছে।

অন্য এক ঘটনায় সোমবার (৭ আগস্ট) মরক্কো কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম সাহারার কাছে এক নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ এবং ১৮৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মরক্কোর এক সামরিক সূত্র দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, উদ্ধার হওয়াদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। পশ্চিম সাহারার দ্বিতীয় বৃহত্তম শহর দাখলার একটি হাসপাতালে তাদের স্থানান্তর করা হয়েছে।

নৌকাটি মৌরিতানিয়ার গুয়েরগার্টের উপকূল থেকে যাত্রা করেছিল। তাদের লক্ষ্য ছিল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা