প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৯:৩১ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৯:৪২ পিএম
আমহারা অঞ্চলে জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ফ্যানো বাহিনীর কয়েক দিনের সংঘাতের জেরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ছবি : সংগৃহীত
ইথিওপিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ এই জরুরি অবস্থা ঘোষণা করেন। দেশটির আমহারা অঞ্চলে সশস্ত্র ফ্যানো বাহিনীর সঙ্গে জাতীয় প্রতিরক্ষা বাহিনীর (এনডিএফ) সংঘাত শুরু হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হলো।
তবে শুধু কি আমহারা অঞ্চলে, না সারা ইথিওপিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে—তা শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এনডিএফের সঙ্গে ফ্যানো বাহিনীর একসময় সুসম্পর্ক ছিল। পার্শ্ববর্তী টাইগ্রের বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে এনডিএফকে প্রায় দুই বছর সহায়তা করে ফ্যানো বাহিনী। টাইগ্রের বিদ্রোহীদের সঙ্গে গত নভেম্বরে সরকারের একটি চুক্তি হয়। কিন্তু এর মধ্যে ফ্যানো বাহিনীর সঙ্গে এনডিএফের সম্পর্কের অবনতি হয়।
এ অবস্থায় মঙ্গলবার (১ আগস্ট) এনডিএফের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে ফ্যানো বাহিনী। তাদের এ সংঘাত জাতীয় ঝুঁকি তৈরি করেছে। তাই জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আবি আহমেদ।
সূত্র : আল-জাজিরা