প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১১:১২ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১২:০৮ পিএম
নৌ ড্রোন দুটিকে নিষ্ক্রিয় করেছে রুশ নৌবাহিনী। ছবি : টেলিগ্রাম
কৃষ্ণসাগরের রুশ বন্দরনগরী নভোরোসিস্কতে ইউক্রেনীয় দুটি নৌ ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার (৪ আগস্ট) এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,
ইউক্রেনীয় সেনারা চালকবিহীন দুই নৌযান দিয়ে নভোরোসিস্ক শহরে আক্রমণের চেষ্টা করেছিল।
দুটিকেই নিষ্ক্রিয় করা হয়েছে।
এ বন্দর শহরটিতে রাশিয়ার কৃষ্ণসাগরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌঘাঁটির
অবস্থান।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আগে সেখানে বিস্ফোরণের শব্দ নিশ্চিত করেছিল
জরুরি পরিষেবা বিভাগও। তবে কোনো পক্ষই ঘটনার বিস্তারিত জানায়নি।
কর্মকর্তারা ঘটনার বিস্তারিত না জানালেও সামাজিক যোগাযোগমাধ্যমে
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রুশ নৌযান থেকে অজ্ঞাত নৌবস্তুর ওপর গুলি বর্ষণ করতে দেখা গেছে
এবং এতে এগুলো বিস্ফোরিত হয়েছে।
এর আগে বুধবারও রাশিয়ার বেসামরিক জাহাজকে নিরাপত্তা দেওয়া নৌবাহিনীর
জাহাজের ওপর নৌ ড্রোন দিয়ে আক্রমণের চেষ্টা করেছিল ইউক্রেনীয় বাহিনী। রুশ যুদ্ধজাহাজ
সে হামলা চেষ্টা নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে।
সম্প্রতি ইউক্রেনীয় সেনারা ক্রিমিয়া ও রুশ ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী সেতু ক্রেচেও নৌ ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল। এতে এক দম্পতি নিহত হন এবং তাদের কিশোরী মেয়ে আহত হয়। সে সময় ব্রিজটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
সূত্র : রাশিয়া টুডে