প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ০৮:৩৮ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১১:৫১ এএম
নাইজারের রাজধানী নিয়ামের রাস্তায় বাজুম সমর্থকরা। ছবি : এএফপি
নাইজারের ক্ষমতা দখল করা সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা
করতে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস)
বুধবার (২ আগস্ট) দেশটিতে প্রতিনিধিদল পাঠিয়েছে।
আঞ্চলিক এই জোটটির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন নাইজেরিয়ার সাবেক সামরিক নেতা আবদুল সালামি আবুবাকার। মিশন সম্পর্কে বিস্তারিত জানতে ইকোওয়াস কমিশনের মুখপাত্র আমোস লুঙ্গুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
আবদুল সালামি নিয়ামে সফরে ঠিক কোন পর্যায়ের কর্মকর্তাদের
সঙ্গে আলোচনা করবেন, তা স্পষ্ট নয়।
এরই মধ্যে নাইজারের ওপর নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছে ইকোওয়াস।
এ নিষেধাজ্ঞা হুমকির মধ্যে রয়েছে দেশটির সঙ্গে সীমান্ত, বাণিজ্য ও অন্যান্য সুবিধা
বন্ধ করা।
ইকোওয়াস জোরালো ভূমিকা নিলে নাইজারের সামরিক জান্তার টিকে
থাকা কঠিন হতে পারে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা।
নাইজারের পাওয়ার কোম্পানি নাইজেলেকের এক সূত্র বুধবার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রতিবেশী নাইজেরিয়া নাইজারে বিদ্যুৎ পরিবহনকারী হাই-ভোল্টেজ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছে। অথচ নাইজার তার বিদ্যুৎ ও জ্বালানির ৭০ শতাংশ নাইজেরিয়ার ওপর নির্ভরশীল।
এ ছাড়া রবিবার তারা সময়সীমা বেঁধে দিয়েছিল, এক সপ্তাহের মধ্যে যদি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে পুনর্বহাল করা না হয়, তবে ইকোওয়াস শক্তিপ্রয়োগের (সামরিক অভিযানের) অনুমতি দেবে।
শক্তিপ্রয়োগের বিষয়ে ইকোওয়াসের রাজনৈতিক, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কমিশনার আবদেল-ফাতাউ মুসাহ বলেছিলেন, ‘সামরিক বিকল্পটি টেবিলের একেবারে শেষ বিকল্প, শেষ অবলম্বন, তবে আমাদের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। এটা দেখাতে হবে যে আমরা শুধু ঘেউ ঘেউই করতে পারি না, কামড়ও দিতে পারি।’
যদিও নাইজারের অন্য দুই সামরিক শাসনে থাকা প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসো বলেছে, (সামরিক) এমন কোনো পদক্ষেপ যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে।
ইকোওয়াসের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
জেমস ক্লিভারলি।
এর আগে ২৬ জুলাই নাইজারের বর্তমান সামরিক জান্তা মোহাম্মদ বাজুমকে প্রেসিডেন্টের পদ থেকে
অপসারণ করে। বাজুম ছিলেন দেশটির ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট।
তাকে অপসারণের পর প্রেসিডেন্ট গার্ডেরই সাবেক প্রধান আবদুরাহমানে চিয়ানি নিজেকে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ঘোষণা করেন।
সূত্র : আলজাজিরা