× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলবায়ু পরিবর্তন পারমাণবিক যুদ্ধের চেয়েও ভয়ংকর: ব্লিঙ্কেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১৩:৫৬ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১৪:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনসংশ্লিষ্ট সম্ভাব্য ক্ষয়ক্ষতি পারমাণবিক যুদ্ধের ক্ষয়ক্ষতির চেয়ে কোনো অংশে কম নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি এমন এক সময়ে এ মন্তব্য করলেন, যখন যুক্তরাষ্ট্র ইউক্রেনে পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করছেন বিশেষজ্ঞদের একাংশ।

রবিবার (৩০ জুলাই) ‘সিক্সটি মিনিটস অস্ট্রেলিয়া’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে ব্লিঙ্কেন এসব কথা বলেন। উপস্থাপক ব্লিঙ্কেনকে জিজ্ঞাসা করেন, পারমাণবিক যুদ্ধ বা জলবায়ু পরিবর্তনের মধ্যে মানবজাতির জন্য কোনটা বেশি ভয়ংকর?

জবাবে ব্লিঙ্কেন বলেন, সব কিছু বিষয়কে আপনি হায়ারার্কি বা ক্রমে সাজাতে পারবেন না। সম্ভাব্য পারমাণবিক সংঘাত থেকে শুরু করে এমন কিছু জিনিস আছে, যা আমাদের বিবেচনার অগ্রভাগে ও কেন্দ্রে রয়েছে। জলবায়ু পরিবর্তন আমাদের সবার জন্য বাঁচার-মরার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো জলবায়ু পরিবর্তন যে আমাদের সময়ের অস্তিত্বকে হুমকিতে ফেলার মতো একটা চ্যালেঞ্জ, তা নিয়ে কোনো সন্দেহ নাই। তার মানে কিন্তু এই না যে বর্তমানে এর চেয়ে বড় আর কোনো চ্যালেঞ্জ নেই। রাশিয়ার ইউক্রেন হামলা একটি বড় ঘটনা। এটা বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থাকে হুমকিতে ফেলেছে। 

জলবায়ু হুমকি কমাতে ২০৪০ সালের মধ্যে বিশ্বব্যাপী কয়লার ব্যবহার বন্ধসহ সার্বিকভাবে কার্বন নিঃসরণ কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি বলেন, চলতি শতাব্দীর মাঝামাঝিতে উষ্ণতা যাতে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস না হয় সে জন্য এখনই পদক্ষেপ নিতে হবে। চাষাবাদ থেকে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যহারে কমাতে হবে। এ জন্য বিশ্বের কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। 

সূত্র: আরটি



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা