× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের পরমাণু কর্মসূচি রুখতে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ ঘোষণা

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২২ ১৬:৪৯ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২২ ১৮:৩৩ পিএম

ইরানের বিরুদ্ধে যৌথ চুক্তিতে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট । ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যৌথ চুক্তিতে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট । ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু কর্মসূচি রুখতে একটি যৌথ ঘোষণায় সাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরাইয়ের প্রধানমন্ত্রী ইয়েইর লাপিদ। বৃহস্পতিবার এই চুক্তিতে সই করেন তারা। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মত মধ্যপ্রাচ্যের কোনো দেশে সফরে যান প্রেসিডেন্ট বাইডেন। 

ইসরাইলি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, প্রয়োজনে ইরানে সামরিক অভিযান চালাবে মার্কিন সেনাবাহিনী, তবু দেশটিকে পারমাণবিক অস্ত্র বানাতে দেবে না ওয়াশিংটন। ইসরাইলের এন-১২ চ্যানেলকে দেওয়া ওই সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, ইরানের রিপাবলিকান গার্ডকে সন্ত্রাসী তালিকা থেকে সরাবে না যুক্তরাষ্ট্র।

জেরুজালেমে দুই দিন থাকবেন বাইডেন। শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠক করার কথা রয়েছে তার। এর আগে তিনি ইসরায়েলি নেতাদের সাথে বসবেন।

শুক্রবার তিনি ইসরাইল থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি উপসাগরীয় মিত্রদের শীর্ষ সম্মেলনে যোগ দিবেন। সেই সাথে সৌদি কর্মকর্তাদের সাথ বৈঠক করার কথা রয়েছে। 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্ট বাইডেনের জেদ্দা সফরটিই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। কারণ ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের জেরে দুই দেশের সম্পর্কের অবনতি হয়।

জো বাইডেনের বিমানটি প্রথম ফ্লাইট হিসেবে সরাসরি ইসরায়েল থেকে সৌদি আরবে যাবে। ইসরায়েল এখনো রিয়াদের স্বীকৃতি না পাওয়ায় দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাই সরাসরি ফ্লাইটও পরিচালিত হয় না।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা