× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৩৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১০:১৭ এএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১০:৪৯ এএম

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গত কয়েক বছরে সন্ত্রাসী হামলা বেড়েছে। ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গত কয়েক বছরে সন্ত্রাসী হামলা বেড়েছে। ছবি : সংগৃহীত

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নিহতের সাতজন সেনা সদস্য। বাকিরা গ্রামবাসী। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে ওই হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বুধবার (২৬ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সতর্ক গোষ্ঠীর প্রধান ইসমাইল মাগাজি জানান, সোমবার বিকালে রাজ্যের মারু স্থানীয় সরকার এলাকার প্রত্যন্ত দান গুলবি জেলায় এ হামলা ঘটে।

লাওয়ালি জোনাই নামে একজন বাসিন্দা জানান, ওই হামলায় ২৭ গ্রামবাসী নিহত হয়েছেন। গ্রামবাসীর বাইরে সাত সেনা সদস্য তাদের হামলায় প্রাণ হারান। বন্দুকধারীদের ভয়ংকর ওই হামলা থেকে গ্রামবাসীকে সাহায্য করার জন্য আসার পথে ওই সেনা সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

ভারী অস্ত্রধারী অপরাধী লোকদের দলগুলো স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত। গত তিন বছরে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। হাজার হাজার মানুষকে অপহরণ করেছে। শত শত লোককে হত্যা করেছে। কিছু এলাকায় ভ্রমণ করা অনিরাপদ করে তুলেছে বন্দুকধারীরা।

বন্দুকধারীদের আক্রমণগুলো নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করছে।

১৪ বছর ধরে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করছেন পশ্চিম আফ্রিকার দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা