× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিটেনের বিশিষ্ট ধর্ম প্রচারককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১৭:৫২ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১৭:৫৭ পিএম

ব্রিটেনের বিশিষ্ট ইসলাম ধর্ম প্রচারক আনজেম চৌধুরী। ছবি : সংগৃহীত

ব্রিটেনের বিশিষ্ট ইসলাম ধর্ম প্রচারক আনজেম চৌধুরী। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে গত সপ্তাহে গ্রেপ্তারের পর বিশিষ্ট ইসলাম ধর্ম প্রচারক ব্রিটিশ নাগরিক আনজেম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তিনটি মামলা করা হয়েছে। 

পুলিশ সোমবার (২৪ জুলাই) জানিয়েছে, ওই মামলায় গত সপ্তাহে তাকে লন্ডন থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ৫৬ বছর বয়সি আনজেম চৌধুরীর বিরুদ্ধে একটি নিষিদ্ধ সংগঠনের সদস্যপদ নেওয়া, একটি সংগঠনকে নির্দেশনা দেওয়া এবং একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন জোগানোর জন্য বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে৷

সোমবার তাকে লন্ডনের আদালতে হাজির করা হবে। লন্ডনে জন্মগ্রহণকারী ব্রিটেনের বিশিষ্ট ইসলাম ধর্ম প্রচারক আনজেমকে ২০১৬ সালে ব্রিটেনে আটক করা হয়েছিল। 

আইএসআইএল (আইএসআইএস) সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করার জন্য তাকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে অর্ধেক সাজা ভোগের পর ২০১৮ সালে তাকে মুক্তি দেওয়া হয়।

২০১৪ সালের জুন থেকে আইএসআইএলকে ব্রিটেনে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে নিষিদ্ধ করা হয়। 

ব্রিটেনের আইন অনুযায়ী, কোনো নিষিদ্ধ গোষ্ঠীতে যোগদানের জন্য কাউকে আমন্ত্রণ জানানো একটি ফৌজদারি অপরাধ। 

এই অপরাধের জন্য ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে যুক্তরাজ্যে৷

বিচারক টিমোথি হলরয়েড ২০১৬ সালে তার সাজা ঘোষণার সময় বলেছিলেন, ‘আনজেম বিপজ্জনক ব্যক্তি। তিনি অপরাধের জন্য কোনো অনুশোচনা করেননি।’

আনজেম চৌধুরী নিষিদ্ধ সংগঠন আল-মুহাজিরুনের সাবেক প্রধান বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার জন্য দায়ী ব্যক্তিদের প্রশংসা করেছিলেন তিনি।

ব্রিটিশ পুলিশ আগে বলেছিল, ২০০৫ সালে লন্ডনে বোমা হামলার পেছনে আল-মুহাজিরুন চালিকা শক্তি বলে সন্দেহ করা হয়। 

সূত্র : আল-জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা