× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবানল

গ্রিসের কর্ফু দ্বীপ থেকে সরানো হলো ২,৫০০ জনকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১৪:৫০ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১৪:৫১ পিএম

গ্রিসের রোডস দ্বীপের দাবানলের চিত্র। ছবি : সংগৃহীত

গ্রিসের রোডস দ্বীপের দাবানলের চিত্র। ছবি : সংগৃহীত

দাবানলের কারণে গ্রিসের কর্ফু দ্বীপ থেকে সোমবার (২৪ জুলাই) প্রায় ২,৫০০ জনকে সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 

রোডস দ্বীপের দাবানলের কারণে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়াও অনেক আতঙ্কিত পর্যটক বাড়ি ফেরার পথ খুঁজছেন বলে জানা গেছে।

রবিবার থেকে সোমবার পর্যন্ত প্রায় ২,৫০০ পর্যটক এবং স্থানীয়দের কর্ফু থেকে সরিয়ে নেওয়া হয়। 

ফায়ার সার্ভিসের এক মুখপাত্র বলেছেন, ‘অগ্রিম সতর্কতা হিসাবেই তাদের সরিয়ে নেওয়া হয়েছে।’

গ্রিসে দীর্ঘমেয়াদী প্রচণ্ড তাপপ্রবাহ দাবানলের ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে।

গ্রিসে ঘুরতে আসা যুক্তরাজ্যের পরিবহন প্রশাসক কেলি স্কুইরেল বলেছেন, পুলিশ রোডসে তার হোটেল থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এএফপিকে বলেন, ‘আমাদের হাঁটতে হয়েছে। তাই আমরা গরমে প্রায় ছয় ঘন্টা হেঁটেছি।’

রোডস দ্বীপে ২০২২ সালে ২ দশমিক ৫ মিলিয়ন পর্যটকের আগমন ঘটেছিল। এটি গ্রিসের অন্যতম প্রধান ছুটির গন্তব্য।

গ্রিক টেলিভিশন শনিবার দ্বীপের রাস্তার ধারে পর্যটকদের দীর্ঘ লাইনের চিত্র প্রকাশ করেছে। সেখানে বিচ পোশাক পরা কিছু মানুষকেও দেখা যায়, যারা স্যুটকেস হাতে ওই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন।

সপ্তাহান্তে রোডস থেকে প্রায় ৩০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, কর্তৃপক্ষ ১৬ হাজার মানুষকে স্থলপথে এবং ৩ হাজার জনকে সমুদ্রপথে সরিয়ে নিয়েছে। 

এলাকা ছেড়ে যেতে বলায় অন্যদের সড়কপথে পালাতে হয়েছে বা তাদের নিজস্ব পরিবহন ব্যবহার করতে হয়েছে।

ইংল্যান্ডের একজন প্রকৌশলী কেভিন সেলস এএফপিকে বলেছেন, ‘আমাদের একজন নারীকে আমার স্ত্রীর কিছু পোশাক ধার দিতে হয়েছিল, কারণ তার পরার মতো কিছুই ছিল না। এটা খুবই ভয়ানক ছিল।’

সরে যেতে না পারা পর্যটক এবং কিছু স্থানীয়রা দ্বীপের জিম, স্কুল এবং হোটেল কনফারেন্স সেন্টারে রাত কাটিয়েছেন।

বেশ কয়েকটি ভ্রমণ সংস্থা রোডসমূখী পর্যটন ফ্লাইটগুলো বন্ধ করেছে। তবে তারা বিদেশীদের বাড়ি ফিরতে সহায়তা করছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা