× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে স্ত্রী ও ভাগ্নেকে হত্যা করে আত্মহত্যা করলেন পুলিশ কর্মকর্তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১৩:২৪ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১৫:১৮ পিএম

নিহত পুলিশ কর্মকর্তা ভরত গায়কওয়াড় ও তার স্ত্রী মনি গায়কওয়াড়। ছবি : সংগৃহীত

নিহত পুলিশ কর্মকর্তা ভরত গায়কওয়াড় ও তার স্ত্রী মনি গায়কওয়াড়। ছবি : সংগৃহীত

ভারতে আত্মহত্যা করার আগে স্ত্রী ও ভাগ্নেকে গুলি করে হত্যা করেছেন ভরত গায়কোয়াড় নামের এক পুলিশ কর্মকর্তা। সোমবার (২৪ জুলাই) মহারাষ্ট্রের পুনে শহরের বানের এলাকায় নিজ বাড়িতে ওই ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

পুনে শহরের চতুর্শ্রী থানার এক পুলিশ কর্মকর্তা জানান, সোমবার রাতের প্রথম প্রহর সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে ভরত আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে নিজের স্ত্রী ও ভাগ্নেকে গুলি করে হত্যা করেন। ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ভরত প্রথমে তার স্ত্রীর মাথায় গুলি করে। গুলির শব্দ শুনে তার ছেলে ও ভাগ্নে দৌড়ে এসে দরজা খুলে। তারা দরজা খুলল ভরত তার ভাগ্নেকে গুলি করেন। তারপর তিনি নিজের মাথায় গুলি করেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ভরত গায়কোয়াড়কের নিহত স্ত্রীর নাম মনি গায়কওয়াড়। ভাগ্নের নাম দীপক। 

অমরাবতী শহরের রাজাপেঠ ডিভিশনের এসিপি ছিলেন ভরত গায়কওয়াড়। তার বয়স ছিল ৫৭ বছর। সম্প্রতি তিনি সিনিয়র পুলিশ ইন্সপেক্টর থেকে পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ কমিশনার (এসিপি) হন। তিনি অমরাবতীর থানায় দায়িত্বে ছিলেন। 

সূত্র : এনডিটিভি 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা