× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষ্ক্রিয় করা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিপজ্জনক বোমাটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৪:২১ পিএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমাটি নিষ্ক্রিয় করার স্থান। ছবি : সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমাটি নিষ্ক্রিয় করার স্থান। ছবি : সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র নাউরুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি সক্রিয় এবং বিপজ্জনক বোমা বৃহস্পতিবার (২০ জুলাই) উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বিপজ্জনক বোমাটি নিষ্ক্রিয় করার সময় সতর্কতা হিসাবে স্কুল বন্ধ রাখা হয় এবং নাউরুর ১২ হাজার বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করা হয়েছিল। 

কারণ, অস্ট্রেলিয়ার সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে, বোমাটি ৫০০ পাউন্ড ওজনের। কোনওভাবে এটি বিস্ফোরিত হলে ব্যাপক ধাবংসযজ্ঞ হতে পারে।

নাউরু সরকার বৃহস্পতিবার সকালে দ্বীপজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে বোমাটির দুই কিলোমিটারের মধ্যে সব বাড়ি খালি করে।

পুলিশ পরে বলেছিল, বোমাটিকে নিরাপদেই নিষ্ক্রিয় করা হয়েছে।

অস্ট্রেলিয়ার বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের একটি দলকে সাহায্যের জন্য নাউরুতে পাঠানো হয়েছিল। 

তারা গভীর পরিখা খনন করেন এবং যেকোনও বিস্ফোরণ প্রতিহত করার জন্য বালি দিয়ে হাল্কিং পাত্র ভর্তি করেন।

অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট জর্ডান বেল অপারেশনের আগে বলেছিলেন, ‘বোমাটি অত্যন্ত বিপজ্জনক। তাই আমাদের মূল উদ্বেগের বিষয় ছিল নাউরুর জনগণের নিরাপত্তা এবং সেইসঙ্গে এর আশেপাশে থাকা পানি এবং বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ অবকাঠামো।’

নাউরু দ্বীপ মাইক্রোস্টেট বা বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটি এবং এটি সিডনি থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

দ্বীপটি ১৯৪২ এবং ১৯৪৫ সালের মধ্যে জাপানি সেনারা দখল করেছিল।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা