× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ১, আহত ৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৩:৫৩ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৩ ১৬:৪৯ পিএম

পশ্চিম তীরের নাবলুসে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনীর অ্যাকশন। ছবি : সংগৃহীত

পশ্চিম তীরের নাবলুসে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনীর অ্যাকশন। ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। 

ইসরায়েলি বাহিনীর ওই হামলায় আরও অন্তত চারজন আহত হয়েছে বলে জানা গেছে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (২০ জুলাই) ভোর হওয়ার আগে একজনকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট বলেছে, এটি ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের ঐতিহ্যবাহী কেন্দ্র নাবলুসের পূর্বাঞ্চলীয় পশ্চিম তীরের শহর নাবলুসের পূর্ব অংশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলাফল।

আল-কুদস ব্রিগেডের নাবলুস ব্যাটালিয়ন ও ইসলামিক জিহাদ গোষ্ঠীর সশস্ত্র শাখা বলেছে, তাদের সদস্যরা দখলকারী বাহিনী এবং বসতি স্থাপনকারীদের গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে, যারা জোসেফের সমাধি এলাকায় আক্রমণ করেছিল। 

ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে একজন ফিলিস্তিনিকে হত্যার বিষয়ে কোনও মন্তব্য করেনি।

এই মাসের শুরুর দিকে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানের অনুকরনেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের অধিকারকর্মীরা। 

ইসরায়েলি বাহিনীর জেনিন অভিযানে ১২ ফিলিস্তিনি নিহত হয়, প্রায় ১০০ জন আহত হয়। ইসরায়েলি বাহিনী সেখানে বেসামরিক কাঠামোতে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালায়।

ফলে বাস্তুচ্যুত হয় হাজার হাজার মানুষ। জেনিনে অভিযানের সময় একজন ইসরায়েলি সেনাও নিহত হয়।

গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি বাহিনী ১৫০ সেনা এবং কয়েক ডজন সাঁজোয়া যান নিয়ে নাবলুসে একটি অভিযানের সময় ১১ ফিলিস্তিনিকে হত্যা করে এবং ৮০ জনেরও বেশি লোককে আহত করেছিল। 

পশ্চিম তীরে সহিংসতা গত ১৫ মাসে বৃদ্ধি পেয়েছে। 

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা