× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে নগ্ন করে ঘোরানো হলো দুই আদিবাসী নারীকে, গ্রেপ্তার হয়নি কেউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ২১:৪৬ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৩ ২২:০০ পিএম

আইএলটিএফের পক্ষ থেকে আরও বলা হয়েছে, শুধু নগ্ন করেই ঘোরানো নয়, তাদের কাছের একটি মাঠে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণও করা হয়। ছবি : অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও থেকে সংগৃহীত

আইএলটিএফের পক্ষ থেকে আরও বলা হয়েছে, শুধু নগ্ন করেই ঘোরানো নয়, তাদের কাছের একটি মাঠে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণও করা হয়। ছবি : অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও থেকে সংগৃহীত

ভারতের মণিপুরে একদল পুরুষ রাস্তায় দুই নারীকে নগ্ন অবস্থায় হাঁটতে বাধ্য করেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং ভারতীয় নেটিজেনরা ঘটনায় নিন্দার ঝড় তুলেছে এবং বিচারের দাবি তুলেছে।

যদিও এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। এমনকি এ ইস্যুতে কোনো মামলাও হয়নি।

মণিপুরে কুকি আদিবাসী নেতাদের ফোরাম (আইটিএলএফ) নিশ্চিত করেছে সেই দুই নারী কুকি আদিবাসী।

আইএলটিএফের পক্ষ থেকে আরও বলা হয়েছে, শুধু নগ্ন করেই ঘোরানো নয়, তাদের কাছের একটি মাঠে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণও করা হয়।

সম্প্রতি ভিডিওটি ভাইরাল হলেও আইটিএলএফের বিবৃতি অনুসারে ঘটনাটি মে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় ঘটেছিল। সেই সময়ই মেইতি জনতা তাদের উলঙ্গ অবস্থায় ধর্ষণ করার জন্য ধানক্ষেতের দিকে নিয়ে যাচ্ছিল।

ভিডিওটিতে দেখা গেছে, সেখানে উপস্থিত পুরুষেরা ক্রমাগত তাদের হয়রানি শ্লীলতাহানি করছে এবং নারী দুজনকে অনুনয় বিনয় করতে  দেখা গেছে।

সম্প্রতি মেইতি গোষ্ঠীর সঙ্গে কুকিদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিজেপি শাসিত অঞ্চলটিতে সম্প্রতি দুই সম্প্রদায়ের লড়াইয়ে ১২০ জনের মৃত্যু হয়েছে। থেমে থেমে এখনও সংঘাতের খবর পাওয়া যায়।

সূত্র : এনডিটিভি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা